কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং নির্বাচনী আচরণ বিধি প্রতিপালনে মোবাইল কোর্ট পরিচালনার জন্য মাঠে নামছেন ৩ জন নির্বাহী ম্যাজেস্ট্রেট।
গত মঙ্গলবার প্রশাসন ক্যাডারের সহকারী কমিশনার পদমর্যাদার কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে চট্টগ্রাম জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়। দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা হলেন- কর্ণফুলী উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার পিযুষ কুমার চৌধুরী, চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত ও চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ২ নভেম্বর কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নিয়োগপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা নির্বাচনের সময় ভ্রাম্যমাণ আদালতও পরিচালনা করবেন। তারা ১৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ১৪ দিন নির্বাচনী আচরণ বিধি প্রতিপালন ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আইনানুগ নির্দেশনা প্রদান করবেন। নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট রিপোর্ট প্রদান করবেন।
কর্ণফুলী উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার পিযুষ কুমার চৌধুরী বলেন, নির্বাচনে শান্তিশৃংঙ্খলা রক্ষা ও প্রার্থীদের আচারণ বিধি প্রতিপালনে দায়িত্বপ্রাপ্ত এ ম্যাজিস্ট্রেট মাঠ পর্যায়ে সার্বক্ষণিক কাজ করবেন। যাতে একটি সুন্দর ও সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়।