নগরবাসীকে জরুরি চিকিৎসাসেবা দিতে হটলাইন সার্ভিস চালু করেছেন মহানগর যুবলীগের সিনিয়র সদস্য আসিফ মাহমুদ। হটলাইনের নির্দিষ্ট নম্বরে ফোন করে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করতে পারবেন যে কেউ। একইসঙ্গে হটলাইনে চাহিদা জানালে জরুরি অক্সিজেন সিলিন্ডারও ঘরে পৌঁছে দেওয়া হবে। হটলাইন নম্বর হচ্ছে-০১৭৯৩৪৫৫৫৩৬, ০১৭৫৩০৭৮৭৬৮। রবিবার দুপুরে হটলাইন সার্ভিসের উদ্বোধন করা হয়। শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং যুবলীগের কেন্দ্রীয় চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের আহ্বানে এ হটলাইন সার্ভিস চালু করা হলো। এ সময় মহানগর যুবলীগের সিনিয়র সদস্য আসিফ মাহমুদ বলেন, চট্টগ্রাম শহরে করোনা দুর্যোগ মোকাবেলায় আমরা যুবলীগ করোনার শুরু থেকে আজও পর্যন্ত জনগণের পাশে ছিলাম এবং শহরের নিম্ন আয়ের মানুষের ঘরে খাদ্য সহায়তা, চিকিৎসাসেবা নিশ্চিতে ঔষুধ সামগ্রীসহ বর্তমানে ফ্রি অক্সিজেন সার্ভিস কার্যক্রম সেবা অব্যাহত আছে এবং সামনের সময়গুলোতে জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি হাতে নিয়ে আমরা যুবলীগ মাঠে থাকবো। প্রেস বিজ্ঞপ্তি।