করোনা পরীক্ষায় ভ্রাম্যমাণ সহায়তা

গাউসিয়া কমিটির উদ্যোগ

| সোমবার , ৩০ নভেম্বর, ২০২০ at ৬:০২ পূর্বাহ্ণ

করোনার দ্বিতীয় ঢেউয়ে আক্রান্তদের মাত্র একশ’ টাকা সরকারি ফি দিয়ে করোনা পরীক্ষার সুযোগ নিতে সহায়তা করছে গাউসিয়া কমিটি বাংলাদেশ। হতদরিদ্রদের জন্য এই একশ’ টাকা ফি ছাড়াই টেস্ট করার সুযোগ রয়েছে। সরকার অনুমোদিত ৬ টি আরবান ডিসপেনসারির সামনে, ভ্রাম্যমাণ বিশেষ গাড়ি থেকে এই টেস্ট করা হয়, যা অধিকতর নিরাপদও বটে। অন্তহীন ফাউন্ডেশনের সাথে এই সেবায় যুক্ত হলো গাউসিয়া কমিটি বাংলাদেশ। গতকাল ২৯ নভেম্বর সকালে নগরীর হালিশহর আরবান ডিসপেনসারির সামনে গাউছিয়া কমিটি বাংলাদেশের পক্ষে চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ কমিশনার ও করোনা রোগী সেবা ও মৃতের দাফন কর্মসূচির প্রধান সমন্বয়ক এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার এবং অন্তহীন ফাউন্ডেশনের পক্ষে নির্বাহী মহাপরিচালক সাইদুল হকের এক যৌথ ঘোষণার মাধ্যমে এই সমন্বিত সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু করা হয়। এসময় গাউসিয়া কমিটি দক্ষিণ জেলা সভাপতি কমর উদ্দিন সবুরও উপস্থিত ছিলেন। করোনা উপসর্গ দেখা গেলে যে কেউ এসেবা নিতে পারবেন।
গাউসিয়া কমিটি ওয়ার্ড ও ইউনিট শাখাগুলোকে এতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, করোনাকালে গাউসিয়া কমিটি বাংলাদেশ গত ২৮ নভেম্বর পর্যন্ত চট্টগ্রামে ১১৭০ জন এবং সারাদেশে ১৪৮৭ জনকে দাফন সহায়তা দিয়েছে। এসময় হিন্দু ও বৌদ্ধ ধর্মের ২১ জনের সৎকারেও সহায়তা দিয়েছে। এ ছাড়া বিভিন্ন থানা কমিটির মাধ্যমে চলছে ফ্রি চিকিৎসা ক্যাম্প, ওষুধ বিতরণ, খৎনা ক্যাম্প ইত্যাদি সেবা। হতদরিদ্র এক লাখ পরিবারকে খাদ্য ও আর্থিক সহায়তা দেয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসারা দেশে এক দিনে ২৯ মৃত্যু, নতুন ১৭৮৮ রোগী শনাক্ত
পরবর্তী নিবন্ধকারিগরী শিক্ষায় জোর শিক্ষা উপমন্ত্রীর