নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচকে সামনে রেখে আয়োজিত ক্যাম্পে প্রথম দিন নেগেটিভ রিপোর্ট নিয়ে ১৪ জন খেলোয়াড় যোগ দিয়েছেন। বাকি ১৪ জন যোগ দেবেন পরে। মোট ৩৬ জনের বাকি আট জন কোভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট পাওয়ার পর ক্যাম্পে যোগ দেবে বলে জানিয়েছেন সহকারী কোচ মাসুদ পারভেজ কায়সার। খেলোয়াড়দের ক্যাম্পে রিপোর্টিং ছিল গতকাল শুক্রবার। আরিফুর রহমান, রিয়াদুল হাসান, রাকিব হোসেন, টুটুল হোসেন বাদশা, মঞ্জুরুর রহমান মানিক, নাবীব নেওয়াজ জীবন, সাদ উদ্দিন- এই সাত জন এখনও রিপোর্ট হাতে না পাওয়ায় যোগ দেননি। গোলরক্ষক শহীদুল আলম সোহেল অসুস্থতার কারণে পরে যোগ দিবেন প্রধান কোচ জেমি ডে না আসা পর্যন্ত ফিটনেস ট্রেনিং চলবে ব । কোভিড-১৯ পরীক্ষার নেগেটিভ রিপোর্ট না থাকলে কেউই ক্যাম্পে প্রবেশ করতে পারবে না। অনেকে পরীক্ষা করিয়েছে কিন্তু রিপোর্ট হাতে পায়নি। মূলত এ কারণে গতকাল অনেকেই আসতে পারেনি। আগামী ১৩ ও ১৭ নভেম্বর নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলবে বাংলাদেশ। ক্যাম্পে ফিরেই নেপাল ম্যাচে জয়ের লক্ষ্য জানিয়েছেন জাতীয় দলের গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। তিনি বলেণ লম্বা বিরতির পর ক্যাম্পে ফিরে আসলেই ভালো লাগছে। এর আগে গাজীপুরে আমরা ক্যাম্প করেছিলাম বিশ্বকাপ বাছাই পর্বের জন্য। কিন্তু করোনাভাইরাসের কারণে সেটা চালিয়ে নেওয়া সম্ভব হয়নি। তিনি বলেণ আমরা নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে জিততে চাইব। সবাই মিলে আমরা একসঙ্গে কাজ করতে চাই। যেন দ্রুত রিকোভারি করতে পারি।