করোনা থেকে সুস্থ হয়েও পরবর্তী জটিলতায় চিকিৎসকের মৃত্যু

আজাদী অনলাইন | শনিবার , ২৯ মে, ২০২১ at ৮:১৬ অপরাহ্ণ

করোনাভাইরাস সংক্রমণ পরবর্তী বিভিন্ন জটিলতায় আক্রান্ত হয়ে নগরীতে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে।
বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম জেলা শাখার সাবেক সভাপতি ডা. গোলাম মর্তুজা হারুণ নগরীর সিএসসিআর নামে বেসরকারি একটি হাসপাতালে আজ শনিবার (২৯ মে) ভোর রাতে মারা যান। বিডিনিউজ
বিএমএ চট্টগ্রাম জেলা সভাপতি ডা. মুজিবুল হক খান জানান, ডা. হারুণ চলতি মাসের শুরুর দিকে করোনাভাইরাসে আক্রান্ত হন। পরে সেরে উঠলেও ফুসফুসের জটিলতায় ভুগছিলেন তিনি। মৃত্যুর সময় হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন এই চিকিৎসক।
৭০ বছর বয়সী গোলাম মর্তুজা হারুণ দুই মেয়াদে বিএমএ’র সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ড্যাব-এর চট্টগ্রাম শাখার সভাপতি এবং বিএনপি চট্টগ্রাম মহানগরের সাবেক উপদেষ্টাও ছিলেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজের ১৫তম ব্যাচের শিক্ষার্থী হারুণ শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরির ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধ৩৩৩ নম্বরে কল করে রিকশাভ্যান পেলেন হাটহাজারীর প্রদীপ
পরবর্তী নিবন্ধবাঁশখালীর এসএস পাওয়ার প্ল্যান্ট নিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে আটক ১