মহেশখালী হাসপাতালের জন্য পাঁচটি অক্সিজেন কনসেনট্রেটর হস্তান্তর করেছেন জেলা প্রশাসক কামাল হোসেন। গতকাল বুধবার মহেশখালী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এক হস্তান্তর অনুষ্ঠানে তিন হাজার কাপড়ের মাস্ক ও অঙিজেন কনসেনট্রেটর হস্তান্তর করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদুর রহমান, মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মাহ্ফুজুর রহমান, মহেশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফ বাদশা, সহকারী কমিশনার (ভূমি) সুইচিং মং মারমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহ্ফুজুল হক সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিবৃন্দ।