চীনের গবেষণাগার থেকে করোনাভাইরাস ছড়িয়েছে বলে যে কথা উঠেছিল, তা দৃশ্যত নাকচ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ দল। করোনাভাইরাসের উৎস খুঁজতে চীনে যাওয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্ত দলের প্রধান পিটার বেন এমবেরেককে উদ্ধৃত করে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, উহান শহরের ল্যাব থেকে ভাইরাস ছড়ানোর ‘সম্ভাবনা নেই বললেই চলে’। খবর বিডিনিউজের।
তাহলে করোনাভাইরাসের উৎস কোথায়? বছরজুড়ে আলোচনায় থাকা সেই প্রশ্নের সুরাহা এই বিশেষজ্ঞরাও করতে পারেননি। ভাইরাসের উৎস খুঁজে বের করতে আরও কাজ করতে হবে, উহানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও চীনের যৌথ তদন্তের সমাপ্তিতে এই মন্তব্য করেছেন এমবেরেক। চীনের মধ্যাঞ্চলের হুবেই প্রদেশের শহর উহানেই ২০১৯ সালের শেষ দিকে নতুন করোনাভাইরাসে মানুষের আক্রান্ত হওয়ার প্রথম খবর আসে। তারপর থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া এই ভাইরাসে ১০ কোটির বেশি মানুষ আক্রান্ত হয়েছে, তার মধ্যে মারা গেছে ২৩ লাখের উপরে। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এমবেরেক বলেন, উহানে তদন্তে নতুন তথ্য পাওয়া গেছে। তবে তাতে রোগটির প্রাদুর্ভাবের চিত্রের নাটকীয় বদল ঘটেনি। বিশেষজ্ঞদের বিশ্বাস, নতুন এই করোনাভাইরাস মানবদেহে ছড়ানোর আগে অন্য কোনো প্রাণী থেকে এসেছে। তবে তা কীভাবে ঘটেছে, সে বিষয়ে তারা নিশ্চিত নন।