করোনা কাটিয়ে ওঠার সূচকে বাংলাদেশ পঞ্চম, দক্ষিণ এশিয়ায় শীর্ষে

আজাদী অনলাইন | শনিবার , ৭ মে, ২০২২ at ২:১০ অপরাহ্ণ

করোনা মহামারি সামলে ওঠার ক্ষেত্রে বিশ্বের যে দেশগুলো সবচেয়ে ভালো করছে, সেই তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে বাংলাদেশ। আর দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান সবার উপরে।

জাপানভিত্তিক প্রতিষ্ঠান নিকেই এশিয়া প্রকাশিত ‘নিকেই কোভিড–১৯ রিকোভারি সূচক’–এ এই চিত্র উঠে এসেছে। সূচকে বিশ্বের ১২১টি দেশের মধ্যে শীর্ষস্থানে রয়েছে কাতার। এরপরে সংযুক্ত আরব আমিরাত, কম্বোডিয়া ও রুয়ান্ডা। তারপরেই বাংলাদেশের অবস্থান।

করোনা বিস্তার ঠেকাতে বিভিন্ন দেশের ব্যবস্থাপনা, টিকাদান ও সামাজিক কার্যক্রমের ওপর ভিত্তি করে তৈরি করা হয় এই তালিকা। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের পরেই ষষ্ঠ অবস্থানে নেপাল। ২৩ নম্বর অবস্থানে পাকিস্তান ও ৭০তম ভারত।

সাম্প্রতিক মাসগুলোতে বাংলাদেশে করোনা সংক্রমণ ও মৃত্যু কমেছে। শুক্রবার পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে ১৯ জনের করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। এ সময় কারও মৃত্যু হয়নি। এ নিয়ে টানা ১৬ দিন দেশে করোনায় কারও মৃত্যু হয়নি।

পূর্ববর্তী নিবন্ধএক পাগলা কুকুরের কামড়ে আনোয়ারায় আহত ১০
পরবর্তী নিবন্ধবন্দরে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা