করোনায় ২০ মাস পর মৃত্যুহীন দিন

| রবিবার , ২১ নভেম্বর, ২০২১ at ৬:৪৫ পূর্বাহ্ণ

কোভিড-১৯ সংক্রমণ কমার মধ্যে দিনে মৃত্যুও শূন্যে নেমেছে। ফলে করোনাভাইরাস মহামারীতে প্রায় ২০ মাস পর মৃত্যুহীন একটি দিন পার করল বাংলাদেশ। স্বাস্থ্য অধিদপ্তর গতকাল শনিবার যে বুলেটিন দিয়েছে, তাতে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ মৃতের সংখ্যা শূন্য দেখানো হয়েছে। ফলে মোট মৃতের সংখ্যা আগের দিনের মতোই ২৭ হাজার ৯৪৭ জন রয়েছে। খবর বিডিনিউজের।
গত এক দিনে ১৭৮ জনের মধ্যে নতুন করে সংক্রমণ ধরা পড়েছে। তাতে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫ লাখ ৭৩ হাজার ৮৮৯। এই সময়ে সেরে উঠেছে ১৯০ জন। তাদের নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৩৮ হাজার ৬ জন। দৈনিক শনাক্তের হারও ১ দশমিক ১৮ শতাংশে নেমে এসেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বাংলাদেশে এখন সক্রিয় রোগীর সংখ্যা ৭ হাজার ৯৩৭ জন। অর্থাৎ, জানা হিসেবে এই সংখ্যক মানুষ এখন করোনাভাইরাস সংক্রমিত অবস্থায় রয়েছে। অথচ তিন মাস আগেও এই সংখ্যা লাখের উপরে ছিল। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে সারা দেশে মোট ১৫ হাজার ১০৭টি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১ কোটি ৭ লাখ ৬ হাজার ৬৬২টি নমুনা।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার (১ দশমিক ১৮ শতাংশ) আগের দিনের চেয়ে কম, গত দিন তা ১ দশমিক ৪০ শতাংশ ছিল। গত ২৪ ঘণ্টায় শনাক্ত রোগীদের মধ্যে ১২৯ জনই ঢাকা বিভাগের, যা মোট আক্রান্তের প্রায় তিন-চতুর্থাংশ। দেশের ৩৯টি জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন কোনো রোগী শনাক্ত হয়নি।

পূর্ববর্তী নিবন্ধকালুরঘাট সেতুতে দুর্ভোগের এক দিন
পরবর্তী নিবন্ধএগিয়ে এল না কেউ