দেশে করোনাভাইরাসে দৈনিক শনাক্ত রোগী আরও কমেছে।
একদিনে মৃত্যুর সংখ্যা নেমে এসেছে ছয় সপ্তাহের সর্বনিম্ন পর্যায়ে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আজ বুধবার(২৩ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৩ হাজারের বেশি নমুনা পরীক্ষা করে ১ হাজার ২৯৮ জনের শরীরে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে ৫ জনের।
এর আগে এর চেয়ে কম মৃত্যুর খবর এসেছিল গত ১২ জানুয়ারি, সেদিন চারজনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এরপর থেকে দৈনিক মৃত্যু বেড়ে চলছিল।
গতকাল মঙ্গলবার ১ হাজার ৫৯৫ জনের কোভিড শনাক্ত হওয়ার কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর, মৃত্যু হয়েছিল ১৬ জনের। সে হিসাবে এক দিনে আক্রান্ত ও মৃত্যু দুটোই কমেছে।
আজ বুধবার নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার কমে ৫ দশমিক ৫৮ শতাংশ হয়েছে। এর আগে এর চেয়ে কম শনাক্তের হার ছিল ৮ জানুয়ারি, সেদিন ৫ দশমিক ৭৮ শতাংশ নমুনায় সংক্রমণ পাওয়া গিয়েছিল।
নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৩৮ হাজার ১৩৫ জন। তাদের মধ্যে ২৮ হাজার ৯৯৫ জনের মৃত্যু হয়েছে এ ভাইরাসে।
সরকারি হিসাবে এই সময়ে সেরে উঠেছেন ৮ হাজার ৭২ জন। তাদের নিয়ে এই পর্যন্ত ১৭ লাখ ৭৯ হাজার ৬৮৭ জন সুস্থ হয়ে উঠলেন।