করোনায় আরো এক চিকিৎসকের মৃত্যু

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৬ জুন, ২০২১ at ৬:৪৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামে করোনায় মারা গেলেন আরও এক চিকিৎসক। মীর দিনার জেবিন নামের ৩৫ বছর বয়সী ওই চিকিৎসক অন্তঃস্বত্বা ছিলেন বলে জানা গেছে।
গতকাল শুক্রবার ভোরে নগরীর একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ডা. জেবিন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন।
জানা গেছে, গত ১৫ দিন আগে ডা. জেবিন করোনা আক্রান্ত হন। পরে তিনি নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরবর্তীতে তার শারীরিক পরিস্থিতি অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তকর করা হয় সেখানে তিনি গর্ভের সন্তান নিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। গতকাল দেওয়ানহাট ফায়ার সার্ভিসের সামনে মীর বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবন্যা, পানি সংকট ও লবণাক্ততা সমস্যায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধস্বপ্নপূরণের পথে আরো এগিয়ে