করোনায় অতিরিক্ত পুলিশ সুপার মো. আহসান হাবীব গত ১৫ জুলাই গভীর রাতে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…. রাজেউন)।
মৃত্যুকালে তিনি পিতা, মাতা, স্ত্রী, ৫ ভাই, ২ বোনসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় গ্রামের বাড়িতে গতকাল বিকালে তার জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। তিনি ১ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, রাঙামাটিতে কর্মরত ছিলেন। করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ৬ জুলাই থেকে লাইফ সাপোর্টে ছিলেন। চবি জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থী আহসান হাবীব ৩৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার পদে যোগদান করেন। গত মে মাসে অতিরিক্ত পুলিশ সুপার পদে তিনি পদোন্নতি পেয়েছেন। তিনি কুমিল্লার চৌদ্দগ্রামের বসন্তপুর গ্রামে জন্মগ্রহণ করেন। বাংলাদেশ পুলিশের আইজি বেনজির আহমদ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তাঁর ইন্তেকালে চবি জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. নাজনীন নাহার ইসলাম, সহযোগী অধ্যাপক ড. আদনান মান্নানসহ বিভাগের সকল শিক্ষক, চমেক শিশুরোগ বিশেষজ্ঞ ডা. কামরুন নাহার লুনা প্রমুখ গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। চবি ৪২তম ব্যাচের ছাত্র ছিলেন আহসান হাবীব।