করোনার ৩য় ঢেউ মোকাবিলায় কেন্দ্রীয় গাউসিয়া কমিটির প্রস্তুতি

| মঙ্গলবার , ৬ জুলাই, ২০২১ at ৫:৩৫ পূর্বাহ্ণ

করোনা মহামারীর তৃতীয় ঢেউ মোকাবিলায় গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদ পরিচালিত করোনা রোগীসেবা ও মৃত কাফন-দাফন কর্মসূচির এক জরুরি সভা কমিটির চেয়ারম্যান পেয়ার মুহাম্মদ কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মহাসচিব শাহজাদ ইবনে দিদারের সঞ্চালনায় চলমান করোনাকালীন মানবিক সেবা কর্মসূচির অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন করেন কর্মসূচির প্রধান সমন্বয়ক এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার। আলোচনায় অংশ নেন- কর্মসূচির সদস্য মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ, আহসান হাবীব চৌধুরী হাসান, মুহাম্মদ এরশাদ খতিবী, করোনা তথ্যকেন্দ্র সহকারী মুহাম্মদ মহিউদ্দিন, ওমর ফারুক, মুহাম্মদ মুনির হোসেন, মুহাম্মদ মহসিন, গাজী মাসুদ রানা, আরিফ হোসেন লিমন প্রমুখ। সভায় গাউসিয়া কমিটির চেয়ারম্যান পেয়ার মুহাম্মদ কমিশনার দেশে ক্রমবর্ধমান করোনা সংক্রমণে উদ্বেগ প্রকাশ করে গাউসিয়া কমিটির সর্বস্তরের কর্মীদের মানবতার খেদমতে আরো বেশি এগিয়ে আসার আহবান জানান। তিনি করোনার চলমান ৩য় ঢেউ মোকাবিলায় গাউসিয়া কমিটির ঢাকা-চট্টগ্রামসহ খুলনা, রাজশাহীতে মানবিক সেবা কর্মকাণ্ড বিস্তৃত করার লক্ষে আরো ২টি অত্যাধুনিক অ্যম্বুল্যান্স যোগ হচ্ছে বলে উল্লেখ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাসটেইনেবল ডেভেলপমেন্ট এন্ড রানিং মেগা প্রজেক্ট ইন চিটাগং শীর্ষক ওয়েবিনার
পরবর্তী নিবন্ধসিএনজি চালকদের মাঝে ডা. শাহাদাতের ত্রাণ বিতরণ