করোনার ৩য় ও ৪র্থ টিকার ক্যাম্পেইন করবে চসিক

| শুক্রবার , ৭ জুলাই, ২০২৩ at ৬:৩০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় আগামী ১০ ও ১১ জুলাই করোনার টিকা প্রদান করবে স্বাস্থ্য বিভাগ। এ ক্যাম্পেইন চলাকালে ১৮ বছর বা তদূর্ধ্ব ব্যক্তিদের ফাইজার ভ্যারিয়েন্ট কন্টেননিং ভ্যাকসিন (ভিসিভি) ৩য় ও ৪র্থ ডোজ এবং সিনোফার্ম ১ম ও ২য় ডোজ দেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার চসিক জেনারেল হাসপাতালে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরীর সভাপতিত্বে এ উপলক্ষে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন চসিক স্বাস্থ্য স্ট্যান্ডিং কমিটির সদস্য ও কাউন্সিলর আব্দুস সালাম মাসুম, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমাম হোসেন রানা, বিভাগীয় কোঅর্ডিনেটর ডা. ইমং প্রু চৌধুরী, জোনাল মেডিকেল অফিসার ডা. মো. রফিকুল ইসলাম, ডা. তপন কুমার চক্রবর্ত্তী, ডা. মো. হাসান মুরাদ চৌধুরী, ডা. আকিল মাহমুদ নাফে, ডা. জুয়েল মহাজন। মূল কর্মসূচি সর্ম্পকে বিভিন্ন তথ্য উপস্থাপন করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্ভিল্যান্স এন্ড ইম্যুনাইজেশন মেডিকেল অফিসার ডা. মো. সরওয়ার আলম। সভা পরিচালনা করেন ভ্যাকসিনেশান ইনচার্জ মো. আবু ছালেহ।

সভাপতির বক্তব্যে ডা. সেলিম আকতার চৌধুরী বলেন, পূর্বের তুলনায় বর্তমানে কোভিড আক্রান্তের হার নিম্নমুখী হওয়ায়, জনগণের মধ্যে শিথিলতা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া এখনো বস্তি এলাকায় করোনার টিকা গ্রহণ করেনি এমনও জনসাধারণদের টিকার আওতায় আনতে হবে। কোভিড১৯ ভ্যাকসিনেশন কার্যক্রমে চসিক যে সফলতা অর্জন করেছে তা অব্যাহত রাখতে আসন্ন ওয়ার্ড পর্যায়ে কোভিড১৯ টিকাদান কার্যক্রম বাস্তবায়নের লক্ষে সকল জোনাল মেডিকেল অফিসারগণকে সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা করে টিকা কার্যক্রম বাস্তবায়ন করার আহবান জানান তিনি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাইকোর্টের নির্দেশে প্রার্থীতা ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী নোমান
পরবর্তী নিবন্ধ৫ প্রতিষ্ঠানকে এক লাখ ৯৮ হাজার টাকা জরিমানা