করোনার সংক্রমণ বৃদ্ধিতে জনজীবন বিপর্যস্ত, প্রয়োজন অধিক সতর্কতা

লিপি বড়ুয়া | শনিবার , ৩ এপ্রিল, ২০২১ at ৭:০৩ পূর্বাহ্ণ

কোভিড ১৯ প্রথম দফা সংক্রমণ মোকাবিলা করে ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছিলাম আমরা এই ছোট্ট উন্নয়নশীল দেশ বাংলাদেশের জনগণ। সরকারের সহযোগিতা এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে আমরা মহামারির ধাক্কা বেশ সুন্দরভাবে কাটিয়ে উঠতে পেরেছিলাম। কিন্তু দ্বিতীয় দফা সংক্রমণ আমাদের বেশ চিন্তিত করে তুলছে। প্রতিদিন ক্রমান্বয়ে বাড়ছে করোনা সংক্রমণ এবং মৃত্যুহার। এই পরিস্থিতিতে আমাদের সকলের অত্যধিক সতর্ক থাকা প্রয়োজন। আজ এই ভাইরাস আমাদের বুঝিয়ে দিচ্ছে বিজ্ঞান যতটা আশীর্বাদ ততটা হয়তো অভিশাপও। কিভাবে একটি ভয়ংকর রকমের শক্তিশালী ভাইরাস পুরো বিশ্বের কোটি কোটি জনগণের জীবন কে স্লো পয়জনে নীরবে ধ্বংস করে চলছে। এই ভাইরাস আজ সমগ্র বিশ্বকে যেন কোমায় নিয়ে গেল। আমরা বহু রকম ভাইরাস মহামারির সাথে কম বেশি সবাই পরিচিত। সব মহামারি নির্দিষ্ট সময়সীমার পর দুর্বল হয়ে পড়ে এই কথা আমরা সবাই জানি। কিন্তু এই ভাইরাস কবে যে দুর্বল হবে তা আমাদের সকলের অজানা। আজ বিজ্ঞানের অগ্রগতির যুগে দাঁড়িয়ে এই মহামারির সাথে যুদ্ধ করে কেউ পেরে উঠছি না। এমন সময় আবার আমাদেরকে বেঁচে থাকার লড়াইয়ে সামিল করল। আমরা আবার মরণঘাতক এই মহামারির সাথে নীরব যুদ্ধের ময়দানে অবস্থান করছি। এই যুদ্ধে জয়ী হওয়ার একমাত্র অস্ত্র সতর্কতা এবং সতর্কতা। মুখে মাস্ক ব্যবহার করতে হবে। পারতপক্ষে জনগণের ভিড়ে যাওয়া থেকে বিরত থাকতে হবে। বাইরের খাবার গ্রহণে অধিক সতর্কতা অবলম্বন করতে হবে। বাইরে থেকে এসে হাত পরিষ্কার করে নিতে হবে। স্যানিটেশন পদ্ধতি চালু রাখতে হবে প্রতিটি পরিবারে। বিশেষ করে সবাইকে বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে পরামর্শ দিতে হবে। এই মহামারি মহাবিশ্বের অপূরণীয় ক্ষতি করেছে এবং আজো করে চলছে। আমরা কেউ জানি না এই দুর্বিষহ দিনের শেষ কোথায়। তবু বাঁচতে হবে এই আশায় সকলে প্রাণপণ লড়ছি। সকলেই যেন বুক ভরে নিঃশ্বাস নিতে পারি এই সবুজ পৃথিবীতে এটাই একমাত্র প্রত্যাশা। সকলে সতর্ক থাকুন। সুস্থ থাকুন। নিরাপদ থাকুন। মনে মনে অঙ্গীকারাবদ্ধ হই আমরা মরার আগে মরব না, হারার আগে হারব না।

পূর্ববর্তী নিবন্ধঅবহেলিত মুক্তিযোদ্ধার কথকতা
পরবর্তী নিবন্ধআমার মুক্তিযুদ্ধ, ছাত্ররাজনীতি ও কিছু স্মৃতি