‘করোনার দ্বিতীয় ঢেউয়ে ভীত না হয়ে প্রতিরোধ গড়তে হবে’

অধ্যক্ষ ডা. আবদুল করিম ফাউন্ডেশনের সভা

| রবিবার , ৪ অক্টোবর, ২০২০ at ১০:৪৪ পূর্বাহ্ণ

অধ্যক্ষ ডা. আবদুল করিম ফাউন্ডেশনের উপদেষ্টামণ্ডলীর সভা গত শুক্রবার নগরীর চকবাজারের বিজ্ঞান পরিষদ ভবনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি অ্যাডভোকেট ডা. মো. ছমি উদ্দিন। প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ ডা. মো. নুরুল আমিন। এতে বক্তারা বলেন, করোনার দ্বিতীয় ঢেউয়ে ভীত না হয়ে প্রতিরোধ গড়তে হবে। এজন্য চিকিৎসক সমাজসহ সকলকে স্ব-স্ব ক্ষেত্র থেকে মহামারির সঙ্কুল পরিস্থিতি সামাল দিতে হবে। সভায় বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. ফেরদৌসী বেগম, অধ্যাপক ডা. দেবব্রত ভট্টাচার্য, অধ্যাপক ডা. সরোয়ার আলম, ডা. অঞ্জন কুমার দাশ, প্রভাষক ডা. মুহাম্মদ এনামুল হক, অধ্যক্ষ ডা. দুলাল কান্তি চৌধুরী, সাংবাদিক সরওয়ার আলম। সঞ্চালনায় ছিলেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডা. এম এ ফজল ও সাংগঠনিক সম্পাদক মো. জাবেদ হোসেন। ভার্চুয়ালি অংশ নেন ফাউন্ডেশনের উপদেষ্টা ও চবি প্রফেসর ড. মাহফুজ পারভেজ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়া যুবলীগের মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধশ্রেয়সের দুর্দান্ত ইনিংসের কাছে হারল কলকাতা