দৈনিক আজাদী সম্পাদক লায়ন এম এ মালেকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন গাউসিয়া কমিটি বাংলাদেশ নবগঠিত চট্টগ্রাম মহানগর কমিটির নেতৃবৃন্দ। এসময় মানবতার সংগঠন গাউসিয়া কমিটির বিভিন্ন সেবা কার্যক্রমের ভূয়সী প্রসংশা করে এম এ মালেক বলেন, করোনা মহামারীর ক্রান্তিকালে গাউসিয়া কমিটি মানবতার এক অনন্য নজির। আওলাদে রাসূল (সা.) তৈয়্যব শাহের (র.) সরাসরি নির্দেশনায় গাউসিয়া কমিটি বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছিল বলেই আজ বাংলাদেশে মানবতার সেবায় প্রত্যক্ষভাবে জীবনবাজি রেখে গাউসিয়া কমিটির কর্মীরা কাজ করার সুযোগ পেয়েছে। এসময় উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সভাপতি তছকির আহমদ, সহ-সভাপতি ছাবের আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ, মাওলানা ইলিয়াস আলকাদেরী, মাওলানা মোহাম্মদ মনির উদ্দিন সোহেল, খন্দকার এরশাদুল আলম হীরা, লায়ন আবু নাসের রনি, মোহাম্মদ রেজাউল হোসাইন জসিম, মুহাম্মদ হামিদ, সুলতান উদ্দিন বেলাল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












