করোনার কাছে হার মানলেন চমেকের আরো এক চিকিৎসক

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২২ ডিসেম্বর, ২০২০ at ৬:১৮ পূর্বাহ্ণ

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে হাসান মুরাদ (৪৭) নামে চট্টগ্রাম মেডিকেল কলেজের আরও এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার ভোরে নগরীর পাঁচলাইশস্থ বেসরকারি পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই চিকিৎসকের মৃত্যু হয় বলে জানিয়েছেন চমেকের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. নাসির উদ্দিন মাহমুদ।
ডা. হাসান মুরাদ কিছুদিন আগে চমেকের মাইক্রোবায়োলজি বিভাগের প্রভাষক হিসেবে যোগ দেন। তবে প্রভাষক পদে যোগদানের আগে থেকেই তিনি চমেকে এমফিল কোর্সে অধ্যয়নরত ছিলেন। সে সুবাদে মে মাসে যাত্রালগ্ন থেকেই ডা. মুরাদ চমেকের করোনা ল্যাবে কর্মরত ছিলেন বলে জানান ল্যাব ইনচার্জ অধ্যাপক ডা. এহসানুল হক কাজল। ডা. কাজল জানান, মাঝখানে কিছুদিন অন্যত্র পোস্টিং হলেও প্রভাষক হিসেবে পদায়ন হওয়ার পর পুনরায় ল্যাবে যোগ দেন ডা. মুরাদ। ডিসেম্বরের শুরুতে তাঁর শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়। পরে শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে হাসপাতালের আইসিইউতে তাঁর মৃত্যু হয় বলেও জানান চমেকের ল্যাব ইনচার্জ অধ্যাপক ডা. এহসানুল হক কাজল।
চমেক সূত্রে জানা গেছে, ডা. হাসান মুরাদের গ্রামের বাড়ি সাতকানিয়ায়। তিনি এর আগে সাতকানিয়া উপজেলা হাসপাতালে আরএমও হিসেবে কর্মরত ছিলেন। পরে এমফিল কোর্সে অধ্যয়নের জন্য প্রেষণে চমেকে যোগ দেন। নগরীর চন্দনপুরাস্থ গুল-এজার বেগম সিটিকর্পোরেশন গার্লস হাই স্কুলের পার্শ্ববর্তী এলাকায় পরিবার নিয়ে থাকতেন ডা. মুরাদ। পরিবারে স্ত্রী ছাড়াও তাঁর ৭ ও ৫ বছর বয়সী এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
এর আগে চমেকের আরও দু’জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানিয়েছেন চমেকের চিকিৎসকরা । তবে ডা. মুরাদসহ করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত ১৪ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে বলে নিজের ফেসবুক টাইমলাইনে লিখেছেন বিএমএ চট্টগ্রামের সাধারণ সম্পাদক ডা. ফয়সল ইকবাল চৌধুরী। হাসান মুরাদ চমেকের ৩৫ ব্যাচের শিক্ষার্থী ছিলেন বলেও উল্লেখ করেছেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধস্বামী-সন্তান প্রবাসে, তবুও গৃহকর্মী সেজে চুরি
পরবর্তী নিবন্ধঅধ্যাপক মোহাম্মদ খালেদ ছিলেন বিবেকের কণ্ঠস্বর