করোনাযোদ্ধা রফিকুল ইসলামের স্মরণসভা

| শনিবার , ২০ মার্চ, ২০২১ at ১:৩৭ অপরাহ্ণ

সরকারি গাড়ি চালক সমিতি চট্টগ্রাম বিভাগীয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক মো. রফিকুল ইসলামের স্মরণসভা গতকাল শুক্রবার বিকেল ৪টায় অনুষ্ঠিত হয়। নগরীর লয়েল রোডে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, করোনা পরিস্থিতির শুরু থেকে জীবনবাজি রেখে কাজ করেছেন রফিকুল ইসলাম। তিনি করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। বক্তারা সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবদুল আউয়াল সরকার। সঞ্চালনায় ছিলেন সহ-সম্পাদক ইয়াছিন আরাফাত বিটু। প্রধান অতিথি ছিলেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর। প্রধান বক্তা ছিলেন জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। স্বাগত বক্তব্য দেন সমিতির বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক এনামুল হক ফারুক। বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী ভেটেরিনারি সার্জন ডা. আবদুল্লাহ আল মাসুদ, ৪র্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির চট্টগ্রাম বিভাগীয়-জেলা কমিটির সভাপতি আবদুল মতিন মানিক ও সাধারণ সম্পাদক শামসুল ইসলাম।
উপস্থিত ছিলেন সংগঠনের কর্মকর্তা আবদুল মমিন, মো. আব্দুল মান্নান, আবদুল গফুর, আবু বক্কর ছিদ্দিক, মো. সুমন, মুক্তার আলী, খোরশেদ আলম, ভূষণ কুমার বড়ুয়া, কবির আহমেদ, শরীফুল ইসলাম, আইনুল হক, সুবল দাশ, পারভীন আক্তার, ফখরুল ইসলাম বাবর, ৪র্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির সিনিয়র সহ-সভাপতি মো. আবদুস সাত্তার ও দপ্তর সম্পাদক মো. ইব্রাহিম। শেষে করোনাযোদ্ধা রফিকুল ইসলামের স্ত্রী ও পুত্রের হাতে ক্রেস্ট তুলে দেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর। মুনাজাত পরিচালনা করেন মাওলানা মো. ছাদেকুর রহমান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশেখ হাসিনার নেতৃত্বে অভীষ্ট লক্ষ্যে দেশ এগিয়ে যাচ্ছে
পরবর্তী নিবন্ধমিয়ানমারে বিবিসির সাংবাদিক আটক