ঈদ মানে আনন্দ। আর ফিতর মানে ফিরে আসা। অর্থাৎ ঈদুল ফিতর মানে আনন্দ ফিরে ফিরে আসা। ঈদ শব্দটি আরবী শব্দ আওদ হইতে উৎপত্তি। যার বাংলা অর্থ উৎসব বা আনন্দ। আমাদের জীবনে অর্থাৎ মুসলিমদের জীবনে ঈদ বছরে দুবার আসে। একটি ঈদুল ফিতর, অপরটি ঈদুল আযহা। একটি হচ্ছে আনন্দের, অন্যটি ত্যাগের। ঈদ বলতে আমি বুঝি নিজে খুশি হওয়া এবং অন্যান্যদের খুশির করা। সবাই একত্রে একসাথে এক কাতারে মিলেমিশে এক হওয়া এবং গরীব দুঃখীদের মাঝে খাবার ও নতুন কাপড় বিতরণ করা। সাধারণত আমরা ঈদুল ফিতরে বেশি আনন্দিত হই। টানা ২৯ বা ৩০ দিন রোজা রেখে সবাই মিলে একসাথে রোজা ভাঙা এবং নিজে ও সবার মাঝে মিষ্টি ও ভালো খাবার বিতরণ করাই হচ্ছে আমার কাছে সবচেয়ে আনন্দের। মুসলমানদের জীবনেএই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।এই দিনে ধনী গরিব সকলেই একসাথে সাধ্যমত ভালো থাকার চেষ্টা করে, সাধ্যমত ভালো খায় এবং খাওয়ায়। সামর্থমতো প্রত্যেকেই নতুন জামা কাপড় পড়ে। তবে তখনকার আর এখনকার ঈদের মধ্যে অনেক গুণগত পার্থক্য দেখা যায়। বিশেষ করে গত ২০২০ সাল থেকে ২০২১ সালে ঈদ তো বটেই। আমরা ছোটবেলায় দেখেছি সমাজের অবস্থাপন্ন মানুষেরা সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়াতে। নিজের জন্য নতুন জামাকাপড় কিনলে দেখা যেত গরিব আত্মীয়-স্বজনদের জন্য নেয়া হতো। ঘরে ঘরে পাঠিয়ে দিত ঈদের দিন রান্না করার জন্য সেমাই মাংস মিষ্টি ইত্যাদি। কিন্তু এখন এসব খুব একটা দেখা যায়না। মানুষ এখন প্রচুর টাকার মালিক হয়ে ঠিকমতো যাকাতটাও আদায় করেনা নতুন জামাকাপড় দেওয়া তো দূরের কথা। ঈদের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো সবাই একসাথে নামাজ পড়ে একে অপরের সাথে কোলাকুলি করা,এখন তাও সম্ভব না। এখন ইচ্ছে করে নয়, চাইলেও কেউ আর কাছাকাছি আসতে পারবে না। রাখতে হয় নিরাপদ দূরত্ব। সভ্য ভাষায় ‘সোশ্যাল ডিসটেন্স’।