হাটহাজারীর উত্তর মার্দাশা ইউনিয়নের ২নং ওয়ার্ডের রেমিট্যান্সযোদ্ধা নুরুল আজিম (৪৯) করোনা আক্রান্ত হয়ে ওমানের মোবালা ছিপ এলাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার (৩ জুলাই) মুত্যুবরণ করেছেন।
তিনি এই এলাকার মির্জা আলীর বাড়ি নিবাসী হাজী বজলুর রহমানের ছোট ছেলে। তিনি ২ ছেলে ও ১ কন্যা সন্তানের জনক।
ওমানে তিনি টেইলারিংয়ের কাজ করতেন। তার মৃত্যু সংবাদ গ্রামে এসে পৌঁছলে স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।
স্থানীয় সমাজকর্মী মো. শফিউল আজম জানান, নুরুল আজিম বিগত ৬/৭ মাস পূর্বে বাড়ি থেকে বিদেশ যান। তিনি সেখানে ব্যবসা করতেন। গত শনিবার করোনা আক্রান্ত হয়ে ওমানের মোবালা ছিপ এলাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
১০নং উত্তর মার্দাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুর হোসেন চৌধুরী মাসুদ তার মৃত্যুর ঘটনা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।