করম আলী পথপ্রদর্শক হয়ে থাকবেন

বৃহত্তর ঢাকা সমিতির স্মরণসভায় বক্তারা

| রবিবার , ৫ জুন, ২০২২ at ১০:৩৪ পূর্বাহ্ণ

বৃহত্তর ঢাকা সমিতি, চট্টগ্রামের সাবেক সভাপতি ও হোটেল আগ্রাবাদের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এ এইচ এম করম আলীর স্মরণসভা গত ৩ জুন হোটেল আগ্রাবাদের ইছামতি হলে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বৃহত্তর ঢাকা সমিতি, চট্টগ্রামের সভাপতি মো. হাবিবুর রহমান। মীর নাজমুল আহসান রবিনের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন, সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন পিলু।

বক্তব্য দেন, সহ-সভাপতি ও জিপিএইচ. গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি প্রিন্সিপাল এম এ কাসেম ও ডা. মোজাম্মেল হক শারিফী, মোশারফ হোসেন, আসাদুজ্জামান মৃধা, বদিউজ জামান খান, হাফেজ মো. আনোয়ার হোসেন, মো. এমদাদুল হক, জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল, এ কে এম জামান বাবু, মোজাম্মেল হোসেন খান, এম. শহীদুল ইসলাম, ইস্টার্ন রিফাইনারীর সাবেক এমডি আবদুল ওয়াদুদ, ড্রাইডক লিঃ এর এমডি কমোডর মকসুদুল আলম, নেভি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন জাহাঙ্গীর আলম, টুরিস্ট পুলিশের এডিশন্যাল ডিআইজি, মোহাম্মদ মুসলিম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, এ এইচ এম করম আলী আমাদের পথপ্রদর্শক হয়ে থাকবেন। বৃহত্তর ঢাকাবাসী একজন দুঃসময়ের সাথী ও একজন অভিভাবককে হারিয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশেখ হাসিনার বিরুদ্ধে যেকোনও ষড়যন্ত্র বাংলার মানুষ প্রতিহত করবে
পরবর্তী নিবন্ধযুগে যুগে মহামানবরা পৃথিবীতে আসেন শান্তি প্রতিষ্ঠার জন্য