ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি চিটাগাং (ইউএসটিসি) এর উদ্যোগে দুই দিনব্যাপী কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের গ্রীষ্মকালীন স্কুল কলোকিয়ামের আয়োজন করা হয়েছে। এই ইভেন্টে ৬ষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থীরা তাদের থিসিস/প্রকল্পের শিরোনাম এবং ৭ম সেমিস্টারের শিক্ষার্থীরা তাদের ফাইনাল ইয়ারের থিসিস/প্রকল্পের পোস্টার উপস্থাপন করেন। ২য় দিবসে ২৭ জুলাই ৮ম সেমিস্টারের শিক্ষার্থীরা অনলাইন প্লাটফর্মে তাদের ফাইনাল থিসিস/প্রকল্প উপস্থাপন করেন। এই ইভেন্টে ইউএসটিসি’র উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ইভেন্টে তিনজন কী-নোট স্পিকার ছিলেন, দুই জন একাডেমিয়া হতে অন্যজন ইন্ড্রাস্ট্রির। একাডেমিয়া হতে উদ্বোধনী সেশনের বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. এম মশিউল হক ও অধ্যাপক ড. মো. শামসুল আরেফিন। ইন্ড্রাস্ট্রি হতে বিশেষ অতিথি ছিলেন ডা. নিক বড়ুয়া। ড. নিক বড়ুয়া সুইফটের উন্নত ইউএভি প্রযুক্তিসহ এয়ারস্পেস ইন্ডাষ্ট্রিজ সম্পর্কে একটি উপস্থাপনা করেন। ইভেন্টে সভাপতিত্ব করেন ইউএসটিসি’র কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান মি. কাজী নুর-ই-আলম সিদ্দিকী।
ইভেন্টটিতে ইউএসটিসি’র কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের গবেষণা কার্যক্রম সফলভাবে প্রকাশ পেয়েছে এবং তাদের মধ্য থেকে সেরা উপস্থাপক, পোস্টার এবং প্রকল্প-থিসিস পারফরমার হিসেবে পুরস্কার প্রদান করেছে। প্রেস বিজ্ঞপ্তি।