টানা বর্ষণে নাইক্ষ্যংছড়ির নিম্নাঞ্চল প্লাবিত

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি | বুধবার , ২৮ জুলাই, ২০২১ at ১১:২০ পূর্বাহ্ণ

দুই দিনের টানা বর্ষণে পাহাড়ি ঢলের সৃষ্ট বন্যায় নাইক্ষ্যংছড়ি উপজেলার ৫ ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বিশেষ করে বাইশারী ও ঘুুমধুমের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা ডুবে গেছে। বন্ধ হয়ে গেছে রামু-নাইক্ষ্যংছড়ি সড়কের যোগাযোগ ব্যবস্থা। বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলম কোম্পানি ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গির আলম বাহাদুর বলেন, উজানের পানিতে সৃষ্ট বন্যায় বাইশারীর ৯টি ওয়ার্ডের নিন্মাঞ্চল তলিয়ে গেছে। অনেক স্থানে রাস্তাঘাট ডুবে গেছে। আরো বৃষ্টি হলে পাহাড় ধসের আশংকা করছেন তারা।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, দুইদিনের বষর্ণে যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে গেছে। সদরে বিজিবি স্কুল মাঠ, বড়ুয়া পাড়া, হাইস্কুল এলাকা ও বাইশারী-তুমুব্রুর কিছু এলাকায় পানিতে রাস্তা-ঘাট ডুবে গেছে। উপজেলা নির্বাহী অফিসার সালমা ফেরদৌস জানান, দুদিনের বর্ষণে উজানের পানি এসে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরিস্থিতি জেলা প্রসাশনকে জানানো হয়েছে। পাহাড় ধস নিয়ে মাইকিং করা হচ্ছে। আর পাহাড়ি ঢলে প্লাবিত এলাকায় সাহায্য পাঠাচ্ছে প্রশাসন। সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকরোনায় চট্টগ্রামে একদিনে আরও ১৭ জনের মৃত্যু
পরবর্তী নিবন্ধকম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের গ্রীষ্মকালীন স্কুল কলোকিয়াম