নিউজার্সি স্টেট মনমাউথ ইউনিভার্সিটির সমাজকর্মের অধ্যাপক চট্টগ্রামের কৃতী সন্তান ড. গোলাম এম মাতবর যুক্তরাষ্ট্রের সমাজকর্ম শিক্ষার জাতীয় প্রতিষ্ঠান ‘কাউন্সিল অন সোশ্যাল ওয়ার্ক এডুকেশনের (সিএসব্লিউই) কমিশন অন গ্লোবাল সোশ্যাল ওয়ার্ক এডুকেশনের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন।
দু’বছর মেয়াদি এ দায়িত্ব ১ জুলাই থেকে শুরু করেছেন বলে সংস্থাটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. সাউন্দ্রা এইচ স্টার্কস। সিএসডব্লিউই হচ্ছে যুক্তরাষ্ট্রে প্রায় ৯০০ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্বকারি জাতীয় প্রতিষ্ঠান যারা সমাজকর্ম শিক্ষাদানে অভ্যস্ত। এই প্রতিষ্ঠানটি সমাজকর্ম বিষয়ে উচ্চতর ডিগ্রি (স্নাতক, স্নাতকোত্তর, ডক্টরেট) সমূহের স্বীকৃতি প্রদানের একমাত্র অনুমোদনকারি প্রতিষ্ঠান। সিএসডব্লিউই ৬টি কমিশনের মাধ্যমে তার কার্যক্রম পরিচালনা করে থাকে। এর অন্যতম হচ্ছে ‘গ্লোবাল সোস্যাল ওয়ার্ক এডুকেশন কমিশন’। এই কমিশনটি সমাজকর্মের বিভিন্ন একাডেমিক প্রোগ্রাম ও প্রজেক্টের উন্নয়ন এবং সমাজকর্ম শিক্ষার কারিক্যুলাম বিকাশে মান নির্ধারণে আন্তর্জাতিক সংস্থা সমূহের সাথে নিবিড়ভাবে কাজ করছে।