নিত্য প্রয়োজনীয় জিনিষপত্রের উর্ধ্বগতি, লালমনিরহাট হত্যাকাণ্ড এবং নারী ধর্ষণের প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চট্টগ্রাম জেলা আয়োজিত সমাবেশে দ্রব্যমূল্য বৃদ্ধিকে মজুতদার, মুনাফাখোর, কালোবাজারি, চোরাকারবারির প্রতি প্রশ্রয়নীতির কারণ বলে উল্লেখ করেছেন পার্টির নেতৃবৃন্দ। তারা বলেন, বাজারের উপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। মুনাফাখোরদের ঘাটাতে চায়না সরকার।
গতকাল সিনেমা প্যালেস চত্বরে কমরেড আবদুল নবীর সভাপতিত্বে আয়োজিত বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য কমরেড মৃনাল চৌধুরী, জেলা সাধারণ সম্পাদক অশোক সাহা, সম্পাদকমন্ডলীর সদস্য অধ্যাপক কানাই দাশ, নুরুচ্ছাপা ভূইয়া, অমৃত বড়ুয়া, নারী নেত্রী রেখা চৌধুরী, কমরেড সেহাবুদ্দিন সাইফু, প্রমুখ। খবর প্রেস বিজ্ঞপ্তির।












