গ্রামাঞ্চলের মানুষের চিকিৎসাসেবা প্রাপ্তি সহজ করার জন্য বাংলাদেশ সরকার দেশের প্রত্যেকটি গ্রামে গ্রামে একটি করে কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছে। যার ফলে গ্রামের দরিদ্র জনগোষ্ঠী বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করতে পারছে। এসব কমিউনিটি ক্লিনিকে সরকারিভাবে নিয়োগপ্রাপ্ত ডাক্তার রয়েছেন। তারা রোগী দেখে বিনামূল্যে সরকারি ঔষধসেবা দিয়ে থাকেন।
কমিউনিটি ক্লিনিকগুলো প্রতিদিন সকাল ১০টায় খোলার নিয়ম থাকলেও এখন বেশিরভাগ কমিউনিটি ক্লিনিকই সারাদিন বন্ধ থাকে। যে কারণে গ্রামের দরিদ্র মানুষজন চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে। আমাদের গ্রামের ‘বামনসুন্দর কমিউনিটি ক্লিনিকে’ চিকিৎসাসেবা নিতে গিয়ে দেখি সকাল ১১টা হলেও কমিউনিটি ক্লিনিকের দরজা তালাবদ্ধ।
একজন বৃদ্ধা মহিলা চিকিৎসাসেবা নিতে এসে দরজা তালাবদ্ধ দেখে ফিরে গেলেন। প্রতিদিন এমন কতজনই না ফিরে যান চিকিৎসাসেবা না পেয়ে! তাই সরকারের যথাযথ কর্তৃপক্ষের নিকট আকুল আবেদন, আপনারা বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নিয়ে দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করুন।
জোবাইদুল ইসলাম
শিক্ষার্থী,
সুফিয়া নুরিয়া ফাজিল মাদ্রাসা।