কবি

মোহাম্মদ শামশুদ্দীন হেলাল | বৃহস্পতিবার , ২৫ এপ্রিল, ২০২৪ at ৮:০৩ পূর্বাহ্ণ

পাখি হারায় আকাশ জুড়ে

হাওয়ায় ভেসে ভেসে,

কল্পনাতে কবি হারায়

কল্পলোকের দেশে।

কল্পনা এক এমন রাজ্য

শাসন বারণ ছাড়া,

নিজের রাজ্যে নিজেই রাজা

ইচ্ছে বাঁধনহারা।

পাহাড়, পর্বত, ঝর্ণা, সাগর

নদী এঁকেবেঁকে,

মনের সুধায় লিখেন কবি

কল্পনার রঙ মেখে।

সবুজঘেরা বনবনানী

পাখপাখালির মেলা,

রূপে রসে রাঙান তিনি

কবি মনের খেলা।

কবি হারায় সবুজ পটে

হারায় নদীর কূলে,

কাঁশবাগানের সাদার মেলায়

সর্ষে হলুদ ফুলে।

কবি ভাবে পথের ধারের

দূঃখীর জীবন কথা,

কেমন করে থাকবে না আর

তাদের মনের ব্যথা।

সত্যি কথা লিখেন কবি

নেই মনে তার ভয়,

আঁধার যত হোকনা কালো

আনবে আলোর জয়।

পূর্ববর্তী নিবন্ধফাল্গুনী মুখোপাধ্যায় : ঔপন্যাসিক ও সম্পাদক
পরবর্তী নিবন্ধপ্রকৃতিই ফেরত দেয়