কবি হেলাল হাফিজ হাসপাতালে

| শুক্রবার , ১৫ জুলাই, ২০২২ at ৯:৫৬ পূর্বাহ্ণ

যে জলে আগুন জ্বলের কবি হেলাল হাফিজ অসুস্থ হয়ে হাসপাতালের শয্যায়, দ্রুত আরোগ্যের আশায় দেশের মানুষের কাছে দোয়া চেয়েছেন তিনি। গতকাল বৃহস্পতিবার সকালে হেলাল হাফিজ বলেন, আজকে সকাল থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আমার টেস্টগুলো শুরু হয়েছে। এখন চক্ষু বিভাগে আছি। এখানে টেস্ট হচ্ছে। শরীরটা ভালো যাচ্ছে না, মনটাও ভালো নেই। আমার জন্য দোয়া করবে, সকলকে দোয়া করতে বলবে। সকলে ভালো থেকো। খবর বাংলানিউজের।
হেলাল হাফিজ দীর্ঘদিন ধরে গ্লুকোমায় আক্রান্ত। পাশাপাশি কিডনি জটিলতা, ডায়াবেটিস ও স্নায়ু জটিলতায় ভুগছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বুধবার সন্ধ্যায় হেলাল হাফিজকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অধ্যাপক কামরুল হাসানের তত্ত্বাবধায়নে চিকিৎসা চলছে জানিয়ে হেলাল হাফিজ বলেন, খাওয়া-দাওয়া ভালোভাবে করতে পারছি না। হাটা-চলায়ও কষ্ট হচ্ছে। গত বছরও শারীরিক অসুস্থতা নিয়ে কবিকে সিএমএইচে কিছুদিন থাকতে হয়েছিল। ১৯৪৮ সালের ৭ অক্টোবর নেত্রকোণায় হেলাল হাফিজের জন্ম। সেখানে স্কুল-কলেজের গণ্ডি পেরিয়ে পরের ধাপে ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

পূর্ববর্তী নিবন্ধমহানগর যুবদলের বিক্ষোভ সমাবেশ
পরবর্তী নিবন্ধশিনজো আবের প্রতি বিএনপির শ্রদ্ধা