কবি নজরুল একাডেমির ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা গত ২৮ ডিসেম্বর নগরীর খুলশী ক্যাম্পাস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ‘শিশুদের মেধা মননশীলতায় একধাপ এগিয়ে’ এই স্লোগান ধারণ করে ২০০৮ সালের ১৬ ডিসেম্বর যাত্রা শুরু করে কবি নজরুল একাডেমি চট্টগ্রাম।
কারিশমা কবির ঐশীর সঞ্চালনায় ও ওয়াহিদ জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন অ্যাড. রফিক আহমেদ, ইফরাদ আবেদ, রবিউল হাসান বাবু, আনিসুল ইসলাম ও সাখাওয়াত হোসেন। পরবর্তীতে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
একাডেমির প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে আবৃত্তি, নৃত্য পরিবেশনার পাশাপাশি ছিল গানের আসর। এতে উপস্থিত ছিলেন নির্বাহী প্রধান মো. নুরনবী, পরিচালক জেবুন নাহার শারমিনসহ প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী এবং অভিভাবকবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।