কবি আর নাট্যকার

রাতুল আমীন | রবিবার , ৩১ জানুয়ারি, ২০২১ at ৭:২৬ পূর্বাহ্ণ

তুমিও কি একই কথা ভাবছো?
আর কত কাল অভিনয় করবো
মাতিয়ে মহামিথ্যে এ মঞ্চ?

এবার লিখব অমর মহাকাব্য
রঞ্জিত হবে শ্মশান সত্যি
যত্রতত্র ফুল ফোটাবে রঙিন
আহা, তব করুণ আবৃত্তি।

তোমার আমার সাদা কালো দিন
বিলীন ঐ রঙ্গিলা ক্যানভাসে,
অহংকারে এক ভ্রান্ত নাট্যকার
মুগ্ধ হয়ে স্বর্গ মাঝে ভাসে।
আর নাট্যে বাজে ভ্রান্তি, হাহাকার।

পূর্ববর্তী নিবন্ধমুসলিমাবাদ খাল আজকের মধ্যে পরিষ্কারের নির্দেশ
পরবর্তী নিবন্ধপ্রেম