‘কবিতার কোলে কবিতার বোলে’

শব্দনোঙরের আবৃত্তি আয়োজন

| রবিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৫ at ৯:১৫ পূর্বাহ্ণ

আবৃত্তি সংগঠন শব্দনোঙরের আয়োজন ‘কবিতার কোলে কবিতার বোলে’এর চতুর্থ পর্ব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সিজেকেএস শপিং কমপ্লেক্সে সংগঠনের নিজস্ব নোঙর হলে এই আয়োজন হয়। সভাপতিত্ব করেন শব্দনোঙরের সভাপতি, বরেণ্য আবৃত্তিশিল্পী হাসান জাহাঙ্গীর। অতিথি ছিলেন নাট্যজন প্রদীপ দেওয়ানজী এবং চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের সভাপতি ও কাব নাজিমুদ্দীন শ্যামল।

আবৃত্তিশিল্পী সায়েম উদ্দীন ও সাবিহা আকতারের যৌথ সঞ্চালনায় আয়োজনে স্বাগত বক্তব্য দেন, শব্দনোঙর উচ্চারণ স্কুলের পরিচালক, আবৃত্তিশিল্পী দিলরুবা খানম। শুভেচ্ছা বক্তব্য দেন আবৃত্তিশিল্পী জাহেদ উল হাসান এবং সঞ্জয় ধর। এ আয়োজনে আবৃত্তি পরিবেশন করেন শব্দনোঙরের সদস্য নাসরীন হীরা, সঞ্জয় ধর, সায়েম উদ্দীন, জুলকার নাইন সাদমান, তিষমা বড়ুয়া, সাবিহা আকতার, বৃষ্টি পুরোহিত, পুষ্পিতা ভট্টাচার্য, মো. গোলাম সাদেক, জয়শ্রী সরকার পূর্ণিমা, অনুপ চৌধুরী, উযায়ের তাইমা এবং তারান্নুম সাদিকা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনরমাল ডেলিভারিতে ২৪ ঘণ্টায় ১১ নবজাতকের জন্ম
পরবর্তী নিবন্ধআনোয়ারায় বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের বস্ত্র বিতরণ