কবরে আজ শুয়ে আছি মাগো তোমার ছেলে
ভাবছি কেন, কিসের জন্য রক্ত দিলাম ঢেলে?
মাগো তোমার প্রাণের ভাষায় চোখ দিলো যেই হায়না,
রক্তে তখন আগুন জ্বলে শত্রুর একি বায়না!
ফাগুন মাসে আগুন বুকে জীবন দিলাম সবে,
মর্যাদা পায় বাংলা ভাষা সর্বোচ্চ এই ভবে।
কেন এখন তোমার বুকে বাংলা হারায় প্রাণ?
বঙ্গভূমির নাকে আজই ভিন্ন ভাষার ঘ্রাণ!
ভিন্ন দেশের সংস্কৃতিতে বাঙালি আজ মগ্ন,
পশ্চিমাদের অনুসরণ! সংস্কৃতি হয় নগ্ন!
বাংলা বলতে তোমার ছেলে লজ্জা কেন পায়?
হিন্দি কিংবা ইংরেজিতে হাজারো গান গায়।
কবর থেকে এসব দেখে কষ্টে সদা জ্বলি,
বাংলা মায়ের জন্য এই কী জীবন দিলাম বলি!
ফেব্রুয়ারি এলেই শুধু বাজে ভাষার গান,
সারা বর্ষ কোথায় থাকে ভাষার প্রতি টান?
অন্তর জ্বলে ভীষণ জ্বালায় এসব কাণ্ড দেখে,
তবু দোয়া করছি সদা সুদূর কবর থেকে।