কন্টেনারে মালয়েশিয়া যাওয়া সেই রাতুল বাড়ি ফিরেছে

| বৃহস্পতিবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২৩ at ৫:১৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম থেকে কন্টেনারে করে মালয়েশিয়া চলে যাওয়া কুমিল্লার মনোহরগঞ্জের প্রতিবন্ধী কিশোর মো. রাতুল ইসলাম ফাহিম অবশেষে বাড়িতে ফিরেছে। নিখোঁজ হওয়ার তিন মাস নয় দিন পর ছেলেকে ফিরে পেয়ে খুশিতে আত্মহারা তার বাবামাসহ স্বজনরা। গত মঙ্গলবার রাত সাড়ে ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১২ বছর বয়সী বুদ্ধি প্রতিবন্ধী এই কিশোর পৌঁছায় বলে তার বাবা মো. ফারুক মিয়া সাংবাদিকদের জানান। তবে কীভাবে সে কন্টেনারে করে মালয়েশিয়া চলে গেছে, সে বিষয়ে কিছুই বলতে পারছে না বুদ্ধি প্রতিবন্ধী রাতুল। আর দ্রুত সময়ের মধ্যে ছেলেকে ফিরে পেয়ে বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন রাতুলের হতদরিদ্র বাবামা। খবর বিডিনিউজের।

ফারুক মিয়া জানিয়েছেন, গত বছরের ১৩ নভেম্বর বাড়ি থেকে নিখোঁজ হয় রাতুল। পরবর্তীতে তারা গত ২০ জানুয়ারি রাতুলকে মালয়েশিয়ায় পাওয়ার খবর পান। গত ১২ জানুয়ারি চট্টগ্রাম বন্দর থেকে ছেড়ে যাওয়া ‘এমভি ইন্টেগ্রা’ জাহাজের একটি খালি কন্টেনার মালেশিয়ার উদ্দেশে ছেড়ে যায়। ১৬ জানুয়ারি মালেশিয়ার কেলাং বন্দরে জাহাজের একটি খালি কন্টেনারের ভেতর থেকে মানুষের শব্দ শুনতে পান নাবিকরা। এরপরই কেলাং বন্দর কর্তৃপক্ষকে বিষয়টি জানান তারা। ১৭ জানুয়ারি বাংলাদেশ সময় রাত ১০টায় জাহাজটি জেটিতে এনে কন্টেনার খুলে ওই কিশোরকে উদ্ধার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধচান্দগাঁওয়ে ফ্রিজের দোকান ও ভবনে আগুন
পরবর্তী নিবন্ধসরকারি হাসপাতালে প্রাইভেট চেম্বার, সর্বোচ্চ ফি ৩০০