তৃণমূল থেকে ফুটবলার সৃষ্টির প্রয়াস আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে আগামীকাল। মুজিব বর্ষ উপলক্ষে আয়োজিত এবারের আন্তঃ উপজেলা ফুটবল টুর্নামেন্টে অনুর্ধ্ব-১৬ বয়সী ফুটবলাররা খেলার সুযোগ পাবে। বরাবরের মত এবারেও এই টুর্নামেন্টের স্পন্সর করছে কনফিডেন্স সিমেন্ট লিঃ। এটি টুর্নামেন্টের অষ্টম আসর।
আগামীকাল চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া কলেজ মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করবেন স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী। চন্দনাইশ ভেন্যুতে খেলবে বাঁশখালী উপজেলা, লোহাগাড়া উপজেলা, সাতকানিয়া উপজেলা এবং স্বাগতিক চন্দনাইশ উপজেলা। চন্দনাইশ ছাড়াও আরো তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের খেলাসমূহ। ১১ ডিসেম্বর বোয়ালখালী উপজেলার পি.সি. সেন উচ্চ বিদ্যালয় মাঠের খেলা উদ্বোধন করবেন স্থানীয় সংসদ সদস্য মোসলেম উদ্দিন আহমেদ। এই ভেন্যুতে খেলবে আনোয়ারা উপজেলা, কর্নফুলী উপজেলা, পটিয়া উপজেলা এবং স্বাগতিক বোয়ালখালী উপজেলা। ১২ ডিসেম্বর মীরশ্বরাই উপজেলার মীরশ্বরাই স্টেডিয়ামের খেলা উদ্বোধন করবেন এসবিজি ইকোনমিক জোন এর এমডি মাহাবুব-উর-রহমান। এই ভেন্যুতে খেলবে সন্দ্বীপ উপজেলা, সীতাকুন্ড উপজেলা এবং স্বাগতিক মীরসরাই উপজেলা।
আগামী ১৩ ডিসেম্বর রাউজান কলেজ মাঠের খেলা উদ্বোধন করবেন স্থানীয় সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চেীধুরী। এই ভেন্যুতে খেলবে ফটিকছড়ি উপজেলা, হাটহাজারী উপজেলা, রাঙ্গুনীয়া উপজেলা এবং স্বাগতিক রাউজান উপজেলা। টুর্নামেন্টের প্রথম পর্বের খেলা এবং কোয়ার্টার ফাইনাল পর্যন্ত এই চার ভেন্যুতে অনুষ্ঠিত হবে। সেমিফাইনাল এবং ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে এম এ আজিজ স্টেডিয়ামে। আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল খেলা।
এবারের আন্তঃ উপজেলা ফুটবল টুর্নামেন্টের বাজেট ধরা হয়েছে পনের লক্ষ টাকা। বাজেটের মধ্যে কনফিডেন্স সিমেন্ট লি: টুর্নামেন্টের জন্য সাত লক্ষ টাকা এবং টুর্নামেন্ট থেকে বাছাইকৃত ৫০ জন খেলোয়াড়ের তিন মাসব্যাপী আবাসিক অনুশীলনের জন্য তিন লক্ষ টাকা সহ মোট দশ লক্ষ টাকা প্রদান করেছে। এই টুর্নামেন্ট থেকে ৩০ জন এবং মহাগনর থেকে বাছাইকৃত ২০ জন সহ ৫০ জন ১৬ বছর বয়সী ফুটবলারকে উন্নত প্রশিক্ষণের মাধ্যমে চট্টগ্রামের বিভিন্ন ক্লাবের পক্ষে খেলার সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেণ আয়োজকরা।
পাশাপাশি পার্শ্ববর্তী দেশসমূহে টুর্নামেন্ট ও প্রদর্শনী ম্যাচে অংশগ্রহণের পরিকল্পনা করেছে সিজেকেএস ফুটবল কমিটি। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে দেওয়া হবে ট্রফি সহ নগদ ত্রিশ হাজার টাকা।
রানার্স আপ দলকে দেওয়া হবে ট্রফিসহ নগদ বিশ হাজার টাকা। এছাড়া টুর্নামেন্টের সুশৃঙ্খল দল, সেরা ভেন্যুকে ট্রফি দেওয়া হবে। টুর্নামেন্টে সেরা খেলোয়াড়, ফাইনালের সেরা খেলোয়াড় এবং প্রতিটি ম্যাচের সেরা খেলোয়াড়কে ক্রেস্ট প্রদান করা হবে। টুর্নামেন্টের প্রাক্কালে গতকাল সিজেকেএস সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন সিজেকেএস নির্বাহী সদস্য ও ফুটবল কমিটির সম্পাদক মোহাম্মদ শাহজাহান।
বক্তব্য রাখেন সিজেকেএস সহ-সভাপতি মো. হাফিজুর রহমান, দিদারুল আলম চৌধুরী, অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক মো. মশিউর রহমান চৌধুরী এবং সিজেকেএস ফুটবল কমিটির সহ সভাপতি নজরুল ইসলাম লেদু। এ সময় উপস্থিত ছিলেন সিজেকেএস নির্বাহী সদস্য প্রদীপ কুমার ভট্টাচার্য্য, মো. হারুন আল রশীদ, নাসির মিঞা, আবুল হাশেম, সিজেকেএস কাউন্সিলর মাহমুদুর রহমান মাহবুব, মকসুদুর রহমান বুলবুল, আকতারুজ্জামান, রায়হান উদ্দিন রুবেল, আলী হাসান রাজু, কাজী জসিম উদ্দিন, সৈয়দ নূর নবী লিটন প্রমুখ।