কনকর্ড ও বেসক্যাম্প এডভেঞ্চারসের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

| বৃহস্পতিবার , ৩ মার্চ, ২০২২ at ১১:০৪ পূর্বাহ্ণ

ফয়’স লেক কনকর্ড এবং বেসক্যাম্প এডভেঞ্চারসের মধ্যে গত ২৮ ফেব্রুয়ারি কনকর্ড সেন্টারের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। এ চুক্তির ফলে ফয়’স লেকে বিভিন্ন ধরনের আউটডোর এ্যক্টিভিটি স্থাপন করবে যেমন ট্রি টপ অ্যাক্টিভিটিজ, অন গ্রাউন্ড এডভেঞ্চারস কোর্স, মাড কোর্স,ওয়াটার কোর্স, জিপ লাইন, জরবিং, হিল ট্র্যাকিং, ট্রি হাউস, টেন্টসহ নানাবিধ আকর্ষণীয় এডভেঞ্চারস অ্যাক্টিভিটিজ। এর ফলে চট্টগ্রামসহ দেশি-বিদেশি পর্যটকদের কাছে ফয়’স লেক আরও বাড়তি বিনোদন যোগ করবে।
সমঝোতা স্বাক্ষরের সময় কনকর্ড এন্টারটেইনমেন্ট কো. লিঃ এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক, কনকর্ড গ্রুপ শাহরিয়ার কামাল এবং বেসক্যাম্প এডভেঞ্চারস লিঃ এর পক্ষে চেয়ারম্যান মাহাবুব জামান উপস্থিত ছিলেন। স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি স্বাক্ষর করেন কনকর্ড এন্টারটেইনমেন্টের নির্বাহী পরিচালক, বিপণন অনুপ কুমার সরকার এবং বেসক্যাম্প এডভেঞ্চারস লিঃ ব্যবস্থাপনা পরিচালক তামজিদ সিদ্দিক স্পন্দন। অনুষ্ঠানে এম মাহফুজুর রহমান, হেড অব মিডিয়া অ্যান্ড পি আর, উজ্জল কুমার বসাক, সহকারী মহাব্যবস্থাপক -বিপণন, কনকর্ড এন্টারটেইনমেন্টসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের মতবিনিময়
পরবর্তী নিবন্ধঝাউতলা জামিয়া কোরআনিয়া মাদরাসার দস্তারবন্দী সম্মেলন