কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয়ে উৎসব বর্ষামঙ্গল অনুষ্ঠান সম্প্রতি বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কর্মসূচিীতে আলোচনা সভা, পুঁথি পাঠ, বর্ষাকে নিয়ে লেখা ও কবিতা পাঠ, আবৃত্তি এবং নৃত্য। প্রথম পর্বে ‘বর্ষাবিধৌত নব পললে শস্য সম্ভারে ভরে উঠে প্রত্যন্ত বাংলার বিস্তীর্ণ ফসলী জমি’ শীর্ষক আলোচনা সভা। শিক্ষার্থী হুমায়রা নূসরাত পৌরশীর সঞ্চালনায় প্রধান শিক্ষক বাবুল কান্তি দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলাম। তিনি বলেন, প্রকৃতিতে গ্রীষ্মের রুদ্র দহন ছিন্ন করে ধরণীতে প্রাণসত্তা জাগানিয়া বারতা নিয়ে এল বর্ষা। বর্ষার প্লাবনে নতুন পললে আছে নবীন শস্য উৎপাদনের অপার সম্ভাবনা। আলোচনায় অংশ নেন দীপক কুমার চৌধুরী, মৌলানা সেকান্দর শাহ্, শিক্ষক উবাইদুল হক, অমরনাথ চক্রবর্তী, দেবী দত্ত, তনুশ্রী বিশ্বাস, শুভাশিস নাথ, লিপি রানী শীল, মৌলানা মিজানুর রহমান, দিল আফরোজ হীরা, এনামুল হক, প্রকাশ ঘোষ প্রমুখ। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।












