কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা

| বৃহস্পতিবার , ৬ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:০৬ পূর্বাহ্ণ

জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয় উদ্যোগে ‘গ্রন্থাগার হচ্ছে সভ্যতার বাহন’ শীর্ষক আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান প্রধান শিক্ষক বাবুল কান্তি দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ছাত্রী দিঘী চৌধুরীর সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন শিক্ষক উবাইদুল হক, অমরনাথ চক্রবর্তী, দেবী দত্ত, তনশ্রী বিশ্বাস, লিপি রানী শীল, মৌলানা মিজানুর রহমান, দিল আফরোজ হীরা, এনামুল হক, প্রকাশ ঘোষ এবং ছাত্রী অনন্যা চৌধুরী, তাসনিয়া তাবাসসুম, অনন্যা চৌধুরী, ইতি দে, ত্রিধা পুরোহিত, সোরাহি মাহমুদ, ত্রিবেণী চক্রবর্তী প্রমুখ। আলোচকরা বলেন, জ্ঞানভিত্তিক আধুনিক সমাজ বিনির্মাণে গ্রন্থাগারের ভূমিকা অপরিসীম। তথ্য প্রযুক্তির যুগেও বিশ্বব্যাপী গ্রন্থাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। প্রেস বিজ্ঞপ্তি।

গণগ্রন্থাগারে পাঠকসেবা, তথ্যসেবা, গবেষণা কার্য্যক্রমসহ প্রাসঙ্গিক অন্যান্য সেবা প্রাপ্তির বাধাহীন সুযোগ থাকায় গণগ্রন্থাগারকে জনগণের বিশ্ববিদ্যালয় হিসেবে অভিহিত করা হয়ে থাকে। গ্রন্থাগার হচ্ছে সভ্যতার বাহন। যে পরিবারে গ্রন্থাগার আছে, ওই পরিবারে এক ধরনের আলাদা জ্যোতি ছড়ায়। প্রতিটি সচেতন পরিবারেরই উচিত একটি পারিবারিক লাইব্রেরি প্রতিষ্ঠা করা। শিশুদের বই পড়ায় উদ্বুদ্ধ করা। বই হল বিশেষ দর্পন যাতে আমরা নিজেকে যেমন খুঁজে পাই, তেমনি আমাদের চারপাশে থাকা মানুষ ও পরিবেশকেও দেখতে পাই। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে গ্রন্থাগারগুলো সক্রিয় করে শিক্ষার্থীদের বইমুখী করা জরুরি। শেষে বিদ্যালয়ের পাঁচজন ছাত্রী যারা যারা নিয়মিত লাইব্রেরিতে গিয়ে বই পড়ে তাদের হাতে পুরস্কার হিসেবে বই প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্টেডিয়ামে কনসার্ট,আজ বইমেলা বন্ধ রাখার সিদ্ধান্ত
পরবর্তী নিবন্ধবান্দরবানে সাবেক মন্ত্রীর এপিএস কারাগারে