কধুরখীলে আগুনে পুড়ল ২০ বসতঘর

বোয়ালখালী প্রতিনিধি | মঙ্গলবার , ২৯ ডিসেম্বর, ২০২০ at ৬:৪৮ পূর্বাহ্ণ

বোয়ালখালীর কধুরখীলে রান্নাঘর থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে ২০টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল সোমবার সকালে পশ্চিম কধুরখীলের রিভার ভিউ সংলগ্ন রহিম বঙ মাঝির বাড়িতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী এলাকাবাসী ও ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলে জানা গেছে, এ বাড়ির বাসিন্দা আনোয়ার হোসেনের রান্না ঘরের গ্যাস সিলিন্ডারের পাইপ লিক করে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে মুহূর্তেই তা আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে বোয়ালখালী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে পুড়ে যায় ২০ বসতঘর। ক্ষতিগ্রস্তরা হল আনোয়ার হোসেন, আবদুল করিম, ফজল করিম, আবুল কালাম, হাসিনা বেগম, শাহনাজ আকতার, মো. আবদুর রশিদ, মো. শামসুল আলম, মো. আবু জাফর, মো. আবদুল কাদের, মো. আবদুল হামিদ, মো. আবু সৈয়দ, মো. আবদুর রাজ্জাক, মো. রোকন উদ্দিন, মোহাম্মদ খোকন, মো. কামাল হোসেন ও আরো ৪ ভাড়াটিয়া। খবর পেয়ে বোয়ালখালী পৌরসভার মেয়র হাজী মো. আবুল কালাম আবু, স্থানীয় কাউন্সিলর ও প্যানেল মেয়র শাহজাদা মিজানুর রহমান ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস দেন।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে দুই শিপ ইয়ার্ডকে ৪ লাখ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধমামদুদুর রশীদ এনসিসি ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী