নগরের কদমতলী ফ্লাইওভারের উপরে সিএনজি টেম্পো উল্টে সৃষ্ট দুর্ঘটনায় এক যাত্রী মারা গেছেন। আহত হয়েছেন আরো ছয়জন। গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আনুমানিক ৪০ বছর বয়স্ক নিহত ব্যক্তির পরিচয় জানা যায় নি। আহতরা হচ্ছেন– আজাদ হোসেন রাজু (২৪), সুমি নাথ (২৯), অজিত নাথ (৪০), রিয়াজ (৩০), লিটন পাল (৩৬) ও সিরাজ (৫৫)।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, টেম্পো উল্টে গেলে আহতদের উদ্ধার করে পথচারীরা হাসপাতালে নিয়ে আসেন। এর মধ্যে একজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। তার পরিচয় জানা যায় নি। আহতদের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়।