কদমতলী-ডিটি রোড যানজটমুক্ত চাই

| বুধবার , ২৬ অক্টোবর, ২০২২ at ৫:২৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামের ইস্পাত কারখানাগুলোর প্রধান কাঁচামাল স্ক্র্যাপের ড্রাম ট্রাক ও ২২ চাকার ৪০/৫০ টনের বিশাল লরীগুলো আগে মূল শহরের বাইরে পোর্টকানেক্টিং রোড় হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থিত বিভিন্ন ইস্পাত কারখানায় চলাচল করতো। কিন্তু হঠাৎ বিগত বেশ কয়েকবছর যাবত স্ক্র্যাপবাহী ড্রাম ট্রাক ও বিশাল আকৃতির লরীগুলো মূল শহরের মাঝ দিয়ে চলাচল করার কারণে নগরীর মাদারবাড়ি, কদমতলী, ধনিয়ালাপাড়, দেওয়ানহাট, পাহাড়তলীসহ বিশাল এলাকা যানজটের নগরীতে পরিণত হয়েছে। তাছাড়া ঘনবসতিপূর্ণ এইসব এলাকায় রয়েছে বাসস্টেশন, চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের প্রবেশমুখ, রয়েছে স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বাণিজ্য এলাকা আগ্রাবাদে বিভিন্ন ব্যাংক ও সরকারি অফিস। ফলে স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রী ও অফিসগামী মানুষদের যানজটের কারণে প্রতিদিন দুর্ভোগে পড়তে হচ্ছে এবং খোলা ট্রাকে পরিবহন করা স্ক্র্যাপের ভাঙা অংশ পথচারীদের শরীরে পড়ে নিত্যদিন নিরীহ পথচারীরা দুর্ঘটনার শিকার হচ্ছেন।

এমতাবস্থায়, সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্তৃপক্ষের কাছে অনুরোধ বিশাল আকৃতির স্ক্র্যাপবাহী গাড়ীগুলোর চালকদের শহরের মূল সড়কের পরিবর্তে পূর্বের ন্যায় পোর্টকানেক্টিং রোড় হয়ে তাদের নির্ধারিত গন্তব্যে চলাচলের নির্দেশ প্রদানপূর্বক নগরীকে যানজট মুক্ত করে জনদুর্ভোগ লাঘবে যেন সহায়তা করেন।
আবদুর রহিম
কমার্স কলেজ রোড, মতিয়ারপোল, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধযুদ্ধ নয়, শান্তি চাই