কদমতলী ইউনিটে নৌকা ও মিষ্টি কুমড়ার সমর্থনে উঠান বৈঠক

আজাদী অনলাইন | মঙ্গলবার , ১৯ জানুয়ারি, ২০২১ at ১২:০৬ অপরাহ্ণ

২৩ নং ওয়ার্ডে নৌকা মার্কা ও মিষ্টি কুমড়া মার্কার বিজয় সুনিশ্চিত করার লক্ষে কদমতলী মহল্লা কমিটির সর্দার শুক্কুর সওদাগরের সভাপতিত্বে গতকাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৩ নং ওয়ার্ড দলীয় কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ জাবেদ।

বক্তব্য রাখেন ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক হাজী ইব্রাহিম, ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইদ্রিস কাজিমী, খায়রুল ইসলাম, মোসলেম উদ্দিন নোয়াব, হাজী ইসলাম আমানত খাঁন মক্কা, ফজলুল রব খান মিটু, ওয়াহিদুর রহমান মহসিন, হাজী জাহাঙ্গীর, ইউনুস, আইয়ুব সওদাগর, শেখ মো. আইয়ুব লিটু, ইরফান শরীফ মাসুদ, রবিউল শরীফ, শামসুল হক, নাছির সর্দার, এনাম সর্দার প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধকাউন্সিলর প্রার্থী সাহেদ ইকবাল বাবুর গণসংযোগ
পরবর্তী নিবন্ধতারেক সোলায়মান সেলিমের পরিবারের পাশে কাউন্সিলর প্রার্থী হাজারী