কিছু কথা থাকে বুকের গহীনে
কিছু কথা থাকে বোধে
কিছু কথা শুধু চোখের ভাষায়
কিছু কথা প্রতিরোধে
কিছু কথা হয় পাহাড় সমান
কিছু কথা কাব্য-জলের
কিছুকিছু কথা নিটোল প্রেমের
কিছুকথা অন্তরালের
কিছু কথা শুধু প্রতিবাদ নয়
কিছু কথা অধিকার
কিছু কথা মানে হাজার কণ্ঠ
সংগ্রামে দুর্বার
কিছু কথা হয় নকশিকাঁথা
কিছু কথা ধ্রুবতারা
কিছু কথা হয় পলিমাটিসম
কিছুকথা একতারা
কিছু কথা হয় বজ্রকঠিন
কিছু কথা আনে ফাগুন
কিছু কথা স্রেফ বারুদ জেনো
বিস্ফোরণেই আগুন
কিছুকিছু কথা হাতিয়ার হয়
রুখে দিতে অবিচার
কিছুকিছু কথা দুর্গমগিরি
ইতিহাস অনিবার।