কথার কথা

মোহাম্মদ আবদুস সালাম | রবিবার , ১০ জানুয়ারি, ২০২১ at ৫:১৮ পূর্বাহ্ণ

দিঘির মাঝে হংস রাজা
ঘুরে মনের সুখে
শৈবাল বলে আমি আছি
জলের নীচে দুখে।

রাতের বেলা শিশির ঝরে
ঘাসের ডগা ভিজে।
রৌদ্র বলে যাবে কোথায়?
মরবি আমার তেজে।

ফলের ভেতর কীট যে থাকে
যায় না তাকে দেখা।
বিপদ এলে অনেক মানুষ
থাকেন কেবল একা।

আগুন জ্বেলে তৈরি করি
কত মজার খাবার।
সেই আগুনের তাপে এখন
অন্তর জ্বলে আবার।

আগুন তাপে পোড়ে যদি
চিহ্ন কিছু থাকে।
হিংসের অনল জ্বলে বেশি
যায়না দেখা তাকে।

পেটের ভেতর শয়তানি সব
মুখে রাখে হাসি।
বিষের জ্বালায় অন্তর পোড়ে
হাতে প্রেমের বাঁশি।

পূর্ববর্তী নিবন্ধনিশ্চুপ নালিশ
পরবর্তী নিবন্ধপিঁপড়ে জীবন