কথন সাহিত্য ও সংস্কৃতি সম্মাননা প্রদান অনুষ্ঠান

| বৃহস্পতিবার , ৯ মার্চ, ২০২৩ at ৫:২৭ পূর্বাহ্ণ

কথন সাহিত্য ও সংস্কৃতি সম্মাননা২০২২ প্রদান অনুষ্ঠান গত সোমবার সন্ধ্যা ৬টায় নগরীর শিল্পকলা একাডেমিস্থ গ্যালারি হলে অনুষ্ঠিত হয়েছে। কথন সম্পাদক কবি ও গীতিকার ফারুক হাসানের সভাপতিত্বে এবার সম্মাননা পেয়েছেন কবিতায় কবি হাসান মনজু, আবৃত্তিশিল্পে বাচিক শিল্পী হাসান জাহাঙ্গীর, গবেষণায় নজরুল গবেষক ড. কামাল উদ্দিন, সংগঠক হিসেবে ঘাডশির চেয়ারম্যান বেলাল হোসেন উদয়ন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক, কবি ও শিশুসাহিত্যিক রাশেদ রউফ। বক্তব্যে তিনি বলেন, কথন এ অঞ্চলে দীর্ঘকাল ধরে সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে বিরাট অবদান রেখে যাচ্ছে। আমার জানা মতে, দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে কথন সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা যোগ্য ও গুণী মানুষদের মূল্যায়ন করে যাচ্ছে। কথন পরিবারের এ নিরলস প্রচেষ্টাতে আন্তরিকতার কোনো ঘাটতি নেই। কথনের এই সমৃদ্ধময় পথচলা দীর্ঘজীবী হোক এই প্রত্যাশা করছি। দিলরুবা খানম ছুটির সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মাননা প্রাপ্তদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ড. শামসুদ্দীন শিশির। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কথন সাহিত্য ফোরামের সাধারণ সম্পাদক, কবি ও শিশুসাহিত্যিক সাঈদুল আরেফীন। আবৃত্তিশিল্পী সোমা মুৎসুদ্দীর আবৃত্তির মাধ্যমে সূচিত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কবি ও অনুবাদক ফারজানা রহমান শিমু, লেখক রফিক আহমেদ খান, বিনোদনের রঙ সম্পাদক নাসির হোসাইন জীবন, ফজলুল হক খান প্রমুখ। এছাড়া আবৃত্তি করেন কবি সঞ্চয় কুমার দাশ, সুমাইয়া হাসান। সবশেষে সম্মাননা প্রাপ্তদের হাতে পদক তুলে দেয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘৭ মার্চের ভাষণ ছিল বাঙালির প্রেরণা’
পরবর্তী নিবন্ধচট্টগ্রামকে বাংলাদেশের প্রথম স্মার্ট জেলা করতে চাই : জেলা প্রশাসক