কতোটা রং মেলালে একটি স্বপ্নের ছবি আঁকা যায়?

ববি বড়ুয়া | রবিবার , ৩১ অক্টোবর, ২০২১ at ৫:৩৭ পূর্বাহ্ণ

সারাটি দিন
এই প্রতীক্ষিত চোখ পায়নি তোমায় দেখতে ,
তৃষিত কর্ণ যুগল পায়নি তোমায় শুনতে ,
আকাঙ্ক্ষিত আঙুলগুচ্ছ পায়নি এতটুকু ছু্‌ঁতে।
হৃদয়ের সাথে কাতর এ হৃদয় পারেনি মিলতে।

সারাটি দিন
মনের আকাশে ভেসে বেড়ানো কল্পনা যতো
মনকে মনে আলগোছে বাঁধার আরাধনা শত,
বন্ধ চোখে স্বপ্নের রং আলো ছড়ায় চোখের পাতায়
কতোটা রং মেশালে, কতোটা রং মেলালে
একটি স্বপ্নের ছবি আঁকা যায়?

কেন সারাটি দিন
এ মন থাকবে তোমায় ছুঁয়ে?
তবে তোমারও কি
এই মনকে মনে পাওয়ার
ইচ্ছেরা ওড়ে আকাশে?

নয় যদি তবে কেন বেলা শেষে
এলে ক্লান্ত পথিকের বেশে?
সারাদিন প্রতীক্ষার প্রহর শেষে
ভালো তুমি বাসলে অবশেষে।
যেমনটা এই মন চেয়েছে
তেমনিই তোমায় পেয়েছে।

তবে তাইই যদি এলে
তবে কেন এতো কষ্টের ক্ষণ গোনালে?

পূর্ববর্তী নিবন্ধমানুষ হই আগে
পরবর্তী নিবন্ধসংকট অনেক গভীরে