কণ্ঠশিল্পী বশির আহমেদকে স্মরণ

| বুধবার , ২০ এপ্রিল, ২০২২ at ১১:১৬ পূর্বাহ্ণ

‘দূর আকাশ হতে খসে পড়া তারা যেমনি, পৃথিবীতে আমি যেন তেমনি…’ নিজের গাওয়া এই গানের মতোই পৃথিবী ছেড়ে চলে গেছেন বাংলা সংগীতজগতের উজ্জ্বল নক্ষত্র কণ্ঠশিল্পী বশির আহমেদ। গতকাল মঙ্গলবার ছিল বশির আহমেদের মৃত্যুবার্ষিকী। ২০১৪ সালের এইদিনে রাজধানী ঢাকার মোহাম্মদপুরে নিজ বাসায় তিনি মারা যান। খবর বাংলানিউজের।

বশির আহমেদের জনপ্রিয় গানের মধ্যে অন্যতম হচ্ছে-‘অনেক সাধের ময়না আমার’, ‘আমাকে পোড়াতে যদি এত লাগে ভালো’, ‘আমি সাত সাগর পাড়ি দিয়ে’, ‘যারে যাবি যদি যা; পিঞ্জর খুলে দিয়েছি’, ‘ডেকো না আমাকে তুমি, কাছে ডেকো না’, ‘খুঁজে খুঁজে জনম গেল’, ‘সজনী গো ভালোবেসে এত জ্বালা কেন বল না’। বশির আহমেদ একাধারে শিল্পী, সুরকার, গীতিকার ও সংগীত পরিচালক ছিলেন।

দিল্লির সওদাগর পরিবারের সন্তান বশির আহমেদ ১৯৩৯ সালের ১৯ নভেম্বর কলকাতার খিদিরপুরে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম নাসির আহমেদ। ১৯৬৪ সালে বশির আহমেদ সপরিবারে ঢাকায় চলে আসেন। ঢাকায় আসার আগেই উর্দু চলচ্চিত্রে গান গাওয়া শুরু করেন বশির আহমেদ। ১৯৬৩ সালে উর্দু চলচ্চিত্র ‘তালাশ’-এ গান গাওয়ার সুযোগ পান তিনি। এই সিনেমায় নায়ক রহমানের ঠোঁটের সবগুলো গান গেয়েছিলেন তিনি। সিনেমার ‘কুছ আপনি কাহিয়ে, কুছ মেরি সুনিয়ে’ বেশ জনপ্রিয় হয়। এরপর জহির রায়হানের উর্দু সিনেমা ‘সঙ্গম’ (১৯৬৪)-এ গান করেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধশিল্পী সমিতি থেকে পদত্যাগ করছেন ডিপজল
পরবর্তী নিবন্ধসুপার লিগে মোহামেডানের সাকিব খেলবেন রূপগঞ্জে