কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মজয়ন্তীতে বাচিক শিল্পচর্চা কেন্দ্র কণ্ঠনীড় আয়োজন করে ‘এ জীবন পুণ্য করো’ শীর্ষক আবৃত্তি অনুষ্ঠানের। কণ্ঠনীড়ের নিজস্ব মিলনায়তানে গত মঙ্গলবার সন্ধ্যে সাড়ে ৬টায় শুরু হওয়া অনুষ্ঠানে ছিল কথামালা, সঙ্গীত, একক ও সমবেত আবৃত্তি। কণ্ঠনীড়ের সভাপতি সেলিম রেজা সাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে কথামালায় অংশ নেন কবি জিন্নাহ চৌধুরী, আবৃত্তিশিল্পী হাসান জাহাঙ্গীর, তাসকিয়াতুন নুর তানিয়া। বক্তারা বলেন, রবীন্দ্রনাথ বিশ্বমানবের জয়গান গেয়েছেন। তাঁর চিন্তা ও দর্শনে সমাজ–সংসার–রাষ্ট্র যেমন ছিল, তেমনি মানব মনের সকল রঙের প্রকাশ ছিল তাঁর গান, কবিতা, উপন্যাসসহ সকল লেখায়। এ সময় কবির কবিতা পাঠ করে শোনান কবি নবারুন কান্তি বড়ুয়া ও নিলাদ্রি নীলা।