কঠিন স্বপ্নের পথে ধীরে এগুতে চান শ্রীরাম

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ২১ অক্টোবর, ২০২২ at ৬:৪৩ পূর্বাহ্ণ

টি-টোয়েন্টি বিশ্বকাপতো বটেই টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের অবস্থা মোটেও ভাল নয়। টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে গত ১৫ বছর ধরে কোন জয়ের দেখা পায়নি বাংলাদেশ। সেখানে অস্ট্রেলিয়ার মত দেশে ম্যাচ জেতার স্বপ্ন দেখাটা সত্যিই কঠিন। বলা যায় আকাশ-কুসুম কল্পনা। তারপরও বাংলাদেশ টেকনিক্যাল ডিরেক্টর শ্রীধরন শ্রীরাম সে পথে হাটতে চান। যদিও এখানে তিনি বেশ সতর্ক। আকাশ ছোঁয়ার স্বপ্নের কথা যেমন বলছেন তেমনি পা রাখছেন বাস্তবতার জমিনে। বাংলাদেশের টেকনিক্যাল কনসালটেন্ট এগোতে চান একটু একটু করে। টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে ৫টি ম্যাচ খেলবে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপে এ পর্যন্ত ৩৩ ম্যাচ খেলে জিতেছে মাত্র ৭টি। এর মধ্যে মূল পর্বে একমাত্র জয় সেই ২০০৭ আসরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

এবার তাই অন্তত একটি ম্যাচ জিততে পারলে বাংলাদেশ স্পর্শ করবে বিশ্বকাপে নিজেদের সেরা সাফল্যকে। আর বাংলাদেশের ভাবনায় জয় দিয়ে বিশ্বকাপ শুরু করা। আর প্রথম ম্যাচে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে টাইগাররা নেদারল্যান্ডসকে। তবে ক্রিকেটের এই সংস্করণে দলের যা অবস্থা, তাতে একটি জয়ের আশাও জোর দিয়ে করা কঠিন। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্ব পার হতে পারলেও মূল পর্বে হারে সব ম্যাচে। গত বিশ্বকাপ থেকে এই বিশ্বকাপের আগ পর্যন্ত ১৯ ম্যাচে জয় এসেছে মাত্র ৪টিতে। এর মধ্যে দুটি জয় সংযুক্ত আরব আমিরাতের মতো দলের বিপক্ষে। একটি করে জয় জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে। এরই মধ্যে সিরিজ হারতে হয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে। একটি ম্যাচে হারতে হয়েছে দেশের মাঠে আফগানদের বিপক্ষে। নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজেও সব ম্যাচে হেরেছে বাংলাদেশ। শুধু তাই নয় অস্ট্রেলিয়ায় গিয়ে আফগানদের কাছে প্রস্তুতি ম্যাচেও হেরেছে একেবারে বাজেভাবে। এ অবস্থায় দলের মনোবলও থাকার কথা তলানিতে।

তবে শ্রীরাম জানালেন এরপরও দারুণ চনমনে আছে তার দল। তিনি বলেন খুবই উৎফুল্ল আছে ছেলেরা। আমি যতটা দেখছি ওরা খুবই ইতিবাচক আছে। ভালো কিছু শিখতে পেরেছে সবাই। যদিও ফলাফল আমাদের পক্ষে আসছে না। তবে দলের আবহ দারুণ। আর ড্রেসিং রুমের পরিবেশ ফুরফুরে। ছেলেরা প্রতিদিনই শিখছে। নিজেদের মধ্যে যে আলোচনা ওরা করছে, তা বেশ ইতিবাচক। এই আলোচনাগুলো তুলে ধরার ক্ষেত্রে সাকিবও দারুণ কাজ করছে। ছেলেরা টিম মিটিংয়ে অনেক কথা বলছে। এটা খুবই ভালো একটা দিক। এমন নয় যে আমি বা কোচরাই শুধু কথা বলছে। ছেলেরা অনেক কথা বলছে। এটা খুবই ইতিবাচক। তাই অনেকগুলো ইতিবাচক দিককে সাথে করে প্রতিটি ম্যাচ জয়ের লক্ষ্য নিয়েই তিনি বিশ্বকাপের লড়াইয়ে নামতে চান। তবে চূড়ান্ত লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যেতে যান একটু একটু করে।

তিনি বলেন সব দলই তো জয়ের জন্য মাঠে নামে। তবে আমাদের বাস্তবতা বুঝতে হবে। একটি করে ম্যাচ ধরে এগোতে হবে আমাদের। খুব বেশি দূর না ভেবে প্রতিটা ম্যাচ নিয়েই ভাবতে হবে। ম্যাচ জয়ের ক্ষেত্রেও শ্রীরামের চোখে গুরুত্বপূর্ণ ছোট ছোট কাজগুলি ঠিকঠাক করা। আমার মনে হয় না, পুরো ৫ ম্যাচ মাথায় রেখে আমাদের এগোনো উচিত। একটি করে ম্যাচ ধরে নেওয়া এবং সেই ম্যাচের নানা মুহূর্ত নিয়েই আমাদের মনোযোগ রাখতে হবে।

পূর্ববর্তী নিবন্ধসাউদার্ন ইউনিভার্সিটি আন্তঃবিভাগ ফুটবলের দ্বিতীয় রাউন্ড সম্পন্ন
পরবর্তী নিবন্ধআর্জেন্টিনায় ফিরেছে ম্যারাডোনার জার্সি