কঠিন অবস্থাতেও সত্যের পথে অটল থাকা্ল্ল কারবালার শিক্ষা

মনজুর আলমের উদ্যোগে কাট্টলীতে কারবালা মাহফিল

| রবিবার , ৭ আগস্ট, ২০২২ at ৭:৩৩ পূর্বাহ্ণ

সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলমের উদ্যোগে ও আলহাজ্ব হোসনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনায় নগরীর উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা হাকিম কলেজ চত্বরে সপ্তম দিনের মত অনুষ্ঠিত হয়েছে আহলে বায়তে রাসুল (দ.) স্মরণে শোহাদায়ে কারবালা মাহফিল। আহলে বায়তে রাসূল (দ.) স্মরণে ও মহররমের গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে ১ মহররম থেকে ধারাবাহিকভাবে চলছে আহলে বায়তের উপর আলোচনা ম্মৃতিচারণ, খতমে কুরআন, মিলাদ ও দোয়া মাহফিল। চলবে ১০ মহররম পর্যন্ত। গতকালের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক মোহাম্মদ সাহিদুল আলম।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হযরত গরীবুল্লাহ শাহ জামে মসজিদের খতীব ও জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা হাফেজ মুহাম্মদ আনিসুজ্জামান (ম.জি.আ)। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ওমর ফারুক জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুহাম্মদ বেলাল উদ্দিন, শীতলপুর গাউসিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা ইব্রাহিম খলিল, হাফেজ কারী মোসাদ্দেক মোর্শেদ, উত্তর কাট্টলী তৈয়বিয়া জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ আব্দুল মান্নান প্রমুখ। উপস্থিত ছিলেন, সমাজ সেবক মোহাম্মদ জাহেদুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা সৈয়দ ইউনুছ রজবী। মাহফিলে বক্তারা বলেন, ইমাম হোসাইনের (রা.) নেতৃত্বে কারবালা ময়দানে সত্য, ন্যায় ও ইনফাসের পতাকা উড্ডীন হয়েছিলো। কঠিন অবস্থাতেও সত্যের পথে অটল থাকা কারবালার শিক্ষা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধভালো থাকুক বন্ধুরা
পরবর্তী নিবন্ধজ্বালানি তেলের দাম বাড়ায় সবকিছু ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে